West Bengal Politics: লাইনে ৩ বিজেপি বিধায়ক রয়েছে, ফের জল্পনা বাড়ালেন রবীন্দ্রনাথ

রবিবারেই দলবদল করে রাজ্য রাজনীতিতে (West Bengal Politics) আলোড়ন ফেলে দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল।

Minister Rabindranath Ghosh

রবিবারেই দলবদল করে রাজ্য রাজনীতিতে (West Bengal Politics) আলোড়ন ফেলে দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। এরপর থেকেই তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে আরও ১৩ জন বিধায়ক রয়েছে যারা দলবদলের জন্য পা বাড়িয়ে রয়েছে৷ সেই জল্পনা আরও একধাপ বাড়িয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। তাঁর কথায়, লাইনে ৩ বিজেপি বিধায়ক রয়েছেন। খাঁচা ফাঁকা হয়ে যাবে।

লোকসভা নির্বাচনের পর বিজেপির শক্ত ঘাঁটি হয়ে উঠেছিল উত্তরবঙ্গ৷ যার বিশেষ প্রভাব পড়েছিল বিধানসভা নির্বাচনে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে গেরুয়া শিবির। জেলার সাংসদ কেন্দ্রের মন্ত্রী। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে পরিস্থিতি। বিজেপির প্রতি অনাস্থা প্রকাশ করে ধীরে ধীরে দলবদলের জন্য পা বাড়িয়ে রেখেছেন বিধায়করা। সম্প্রতি সুমন কাঞ্জিলালের দলবদলে তা নিয়ে আরও একবার চর্চা শুরু হয়েছে। তাতে ঘৃতাহুতি দিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান।

এদিন তিনি বলেন, বিধায়ক ছাড়া অন্য কাউকে নিয়ে কী করব, ৩জন বিধায়ক আছে। ২০২৪ আসতে আসতেই খাঁচা থেকে পাখি পালিয়ে যাবে। তবে কী ওই জেলারই তিন বিধায়ক যোগদানের জন্য এগিয়ে রয়েছে? যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, তাঁদের ৭৫ জন বিধায়ক রয়েছে। এমনকি গতকালেও স্পিকারকে বলতে শোনা গেছে, সুমন কাঞ্জিলালের দলবদল সম্পর্কে তিনি শোনেননি৷

যদিও ১৩ জন বিধায়কের দলবদলের কথা উঠতেই খোঁজ শুরু করেছে বিজেপি। কোন কোন বিধায়করা দলবদলেএ জন্য পা বাড়িয়ে রেখেছেন? কেন দলবদল? প্রশ্ন উঠছে বিজেপির অন্দরে। এরই মধ্যে আবার কুণাল ঘোষের বক্তব্য, যারা দলবদলে আগ্রহী তাঁরা বিজেপিতে থাকুন। অভিষেক সময়মতো নিয়ে নেবে। ততক্ষণ অবধি বিজেপির অন্দরের খবর দেওয়ার পরামর্শ দেন কুণাল৷