Bomb Blast: বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত ২, গ্রেফতার ১

পূর্ব মেদিনীপুর: বছরের প্রথমদিনের সন্ধ্যায় বিকট শব্দে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের কাঁটাপুকুরিয়া৷ বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ২ বিজেপি কর্মী৷ গ্রেফতার করা হয়েছে এক বিজেপি…

পূর্ব মেদিনীপুর: বছরের প্রথমদিনের সন্ধ্যায় বিকট শব্দে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের কাঁটাপুকুরিয়া৷ বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ২ বিজেপি কর্মী৷ গ্রেফতার করা হয়েছে এক বিজেপি কর্মীকে৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ শুরু হয়েছে রাজনৈতিক তর্জা৷ বিজেপি ও তৃণমূল একে অপরকে কাঠগড়ায় তুলছে৷

২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাংলায়৷ তার মধ্যে এই বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ভূপতিনগর থানায় একটি অচেনা নম্বর থেকে ফোন আসে৷ ওই ফোনে বলা হয়, কাটাপুকুরিয়া এলাকার একটি বাড়ি থেকে তীব্র বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে৷

ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ভূপতিনগর থানার পুলিশ৷ বিস্ফোরণে জখম হয়েছেন বিমল ঘোড়াই নামে এক বিজেপি কর্মী৷ পরে তাকেই গ্রেফতার করে পুলিশ৷ বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটে বলে দাবি পুলিশের৷ ওই ব্যক্তিকে মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে৷ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সেখানে আবেদন জানানো হবে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বোমার নমুনা সংগ্রহ করা হয়৷ প্রাথমিক তদন্তে জানা যায়, বোমা তৈরির করার সময়ই বিস্ফোরণ ঘটে৷ ধৃত বিমলকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, আরও এক ব্যক্তি বিস্ফোরণে আহত হয়েছেন৷ একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি৷ ওই ব্যক্তির খোঁজ করছে পুলিশ৷

যদিও তৃণমূলের দাবি, আরও একজন এই বিস্ফোরণে আহত হয়েছেন৷ ঘটনাটি তদন্ত করে দেখছে ভূপতিনগর থানার পুলিশ৷ এই বিস্ফোরণের ঘটনায় সরব হয়েছে এরাজ্যের শাসকদল তৃণমূল৷ অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, এই ঘটনায় তৃণমূল ও পুলিশ জড়িত আছে৷