পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়

দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভাঙড়। ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজি। অভিযোগ তৃণমূলের দিকে। প্রতিবাদে রাস্তা অবরোধ। বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। আইএসএফের দাবি, তাদের…

দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভাঙড়। ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজি। অভিযোগ তৃণমূলের দিকে। প্রতিবাদে রাস্তা অবরোধ। বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা।

আইএসএফের দাবি, তাদের প্রার্থীদের দেওয়াল লিখতে বাধা দেওয়া হয়, ভয় দেখাতে ছোড়া হয় বোমা।

উল্লেখ্য, আইএসএফ প্রার্থীর দেওয়াল লিখনের ওপর বোমার দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তৃণমূল পাল্টা দাবি করে, ভোটের আগে বোমা মজুত করে তাদের ওপর দোষ দিচ্ছে আইএসএফ।

পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ আগে নতুন করে উত্তপ্ত হল ভাঙড়। এলাকায় নতুন করে উত্তেজনা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ।

বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আইএসএফের দাবি, তাদের প্রার্থীদের দেওয়াল লেখায় বাধা দেওয়ার জন্য ভয় দেখাতে বোমা ছোড়া হয়।