BJP: ব্যারাকপুরে পুলিশের লাঠিপেটা খেয়ে ব্যস্ততম বিটি রোড অবরোধে বিজেপি

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সুষ্ঠু আইন শৃঙ্খলার দাবিতে ব্যারাকপুরে থানা ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার কান্ড। পুলিশের দিকে ইট ছোড়ার অভিযোগ। বিজেপি সমর্থকদের মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। ধুন্ধুমার ব্যারাকপুর। এর মাঝে বিটি রোডের মতো ব্যস্ততম সড়ক অবরোধ করলেন বিজেপি সমর্থকরা।

রণক্ষেত্র ব্যারাকপুর। পুলিশের তরফে ব্যারিকে দিয়ে ঘিরে রাখা হয়েছে থানা চত্বর। অর্থাৎ সবাইকে ঢুকতে দেওয়া হবে না। অবস্থানে বসে পড়েছেন বিজেপি কর্মীরা। সুকান্ত কথা বলার জন্য এগিয়ে যায় টিটাগর থানার সামনে। বিজেপির একটাই দাবি এখানকার অফিসারদের সাথে কথা বলবেন সুকান্ত। আজকের ঘটনায় যাদের যাদের আটক করা হয়েছে তাদের নিঃশর্তে ছেড়ে দেওয়ার জন্য দাবি করছে বিজেপিরা। যাদের আটক করা হয়েছে তাদের না ছাড়া হলে থানার সামনেই বিজেপি কর্মী ও সুকান্ত ধর্নায় বসে পড়বেন। ‌

   

অফিস টাইমে বিটি রোডে যানজট পরিস্থিতি। বিজেপি কর্মীরা ওখানে অবরোধ করছেন সুকান্ত প্রবেশ করেছেন থানার ভেতরে। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিজেপি কর্মীদের বলতে শোনা যাচ্ছে “আমাদের কর্মীদের ছাড়ুন তবেই এখানে গাড়ি যাবে।” বিজেপি কর্মীদের ওপর পুলিশের মারধরেরও অভিযোগ উঠছে। থানার সামনে বসে পড়েছেন সুকান্ত মজুমদার, ফাল্গুনী পাত্র।

ফাল্গুনী পাত্র বলছেন, আমজনতার জানা দরকার এই নির্লজ্জ সরকার কতটা অত্যাচার করছেন। পশ্চিমবঙ্গের সারাদিন খুনোখুনি বোমাবাজি মারা যাচ্ছে কত মানুষ। এমনকি স্কুলের ছাদে পর্যন্ত বোমা পাওয়া যাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন