BJP: ব্যারাকপুরে ধুন্ধুমার, অবস্থান বিক্ষোভে সুকান্তর দাবি কবে থেকে CAA জানি না!

রাজ্যে এক সপ্তাহের মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তবে মন্ত্রীর মন্তব্য নিয়েই সন্দিহান তাঁর দল বিজেপির রাজ্য সভাপতি…

রাজ্যে এক সপ্তাহের মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তবে মন্ত্রীর মন্তব্য নিয়েই সন্দিহান তাঁর দল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, “সময়সীমা সম্পর্কে সচেতন নই তবে আমি বিশ্বাস করি লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর করা হবে”। পিটিআইকে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত। ফলে বিজেপি রাজ্য সভাপতি ও মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্য নিয়ে ধন্ধ তৈরি হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশে নাগরিক সংশোধনী আইন (CAA) লাগু হবে। তিনি বলেন, আমি মঞ্চ থেকে গ্যারান্টি দিচ্ছি যে আগামী ৭ দিনের মধ্যে শুধু বাংলায় নয়, গোটা দেশে সিএএ লাগু হবে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় একথা বলেন শান্তনু ঠাকুর।

আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সোমবার উত্তর ২৪ পরগনা জেলার ব্যাপাকপুর শিল্পাঞ্চলের সুষ্ঠু আইন শৃঙ্খলার দাবিতে চলে মিছিল। সুকান্ত মজুমদার ব্যারাকপুর কমিশনারের অফিস ঘেরাও করতে যান। যেখানে বিক্ষোভকারীরা দুটি ব্যারিকেড ভেঙে ফেলার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়। সেই মিছিল ঘিরে সংঘর্ষ হয়। পুলিশ লাঠি চার্জ করে। একাধিক বিজেপি কর্মী জখম হন। ব্যারাকপুরে অবস্থান বিক্ষোভ করেন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি নাগরিকত্ব সংশোধন আইন এক সপ্তাহের মধ্যে চালু নিয়েই সন্দিহান।

সুকান্ত মজুমদার বলেন, “আমরা সিপি অফিসের বাইরে বিক্ষোভ করেছি। পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। তারা লাঠিচার্জ এবং এমনকি পাথর ছুঁড়েছে।” তিনি আরও পশ্চিমবঙ্গ পুলিশকে ‘তালিবান পুলিশ’ বলে অভিহিত করেছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছে। তিনি আরও বলেন, “মহিলারা পুলিশ সদস্যদের লাঠিচার্জ করেছে। আশিস মৌর্য পুলিশ অফিসার। আমরা তার বিরুদ্ধে আদালতে যাব।”

বিক্ষোভের পরে, বিজেপি কর্মীরা এবং মজুমদার ব্যারাকপুরের টিটাগড় থানার সামনে ধর্নায় বসেছিলেন কারণ কিছু কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং অন্যদের ‘নির্দয়ভাবে’ মারধর করা হয়েছে, বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, কমপক্ষে 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।