BJP: মতুয়া বিদ্রোহে দিলীপের মদত নিয়ে বঙ্গ বিজেপিতে গুঞ্জন

বিজেপির (BJP) অন্দরে বিক্ষোভ। আর তাতে নাকি মদত দিচ্ছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজনৈতিক মহলের একাংশের অনুমান তেমনটাই। সোমবার বিক্ষুব্ধ বিজেপি নেতারা পিকনিক করেছেন বনগাঁয়।…

BJP

বিজেপির (BJP) অন্দরে বিক্ষোভ। আর তাতে নাকি মদত দিচ্ছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজনৈতিক মহলের একাংশের অনুমান তেমনটাই।

সোমবার বিক্ষুব্ধ বিজেপি নেতারা পিকনিক করেছেন বনগাঁয়। গেরুয়া শিবিরে স্পষ্টতই ভাগ হয়েছে হাঁড়ি। পিছন থেকে মদত দিচ্ছেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শোনা যাচ্ছে এই দাবি। শান্তনু ঠাকুর আগে জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেদের সায় রয়েছে বিদ্রোহে। গতকাল তৃণমূলের পক্ষ থেকে প্রায় একই কথা বলেছেন কুণাল ঘোষ।

সামাজিক মাধ্যমে তৃণমূলের মুখপাত্র বলেছেন, “দিলীপ ঘোষের ‘কঁহি পে নিগাহে, কঁহি পে নিশানা।’ উনি রাজ্য বিজেপির বিদ্রোহে মদত দিচ্ছেন, শাসক গোষ্ঠীর বিপাকে পড়া উপভোগ করছেন। আর নজর ঘুরিয়ে বিভ্রান্তি রাখতে কৌশলে তৃণমূলের বিরুদ্ধে ভুলভাল বলছেন। এসব ওঁর ‘মন কি বাত’ নয়। বিজেপির ক্ষমতাসীনদের উত্যক্ত করাটাই ওঁর ‘ মন কি চাহত।'”

শান্তনু বেঁকে বসায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে জন্ম নিয়েছে গেরুয়া শিবিরের প্রতি বিদ্বেষ৷ পোর্ট ট্রাস্টের অতিথি নিবাসে মতুয়া নেতাদের নিয়ে দরজা বন্ধ করে বৈঠক করেছিলেন শান্তনু৷ সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদাররাও শান্তনুর সুরে সুর মিলিয়েছেন৷

দিলীপ ঘোষকে সরিয়ে কেন সুকান্ত মজুমদারকে দলের রাজ্য সভাপতি করা হয়েছে এ ব্যাপারে আলোচনা হয়েছে বিস্তর৷ বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপের বিরুদ্ধে। দিলীপ বিরোধী আবহের মধ্যে সভাপতির পদ থেকে সরানো হয়েছিল তাঁকে। দলের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে কখনও কিছু বলেননি। কিন্তু শিবির বিভাজনের অন্যতম ইন্ধনদাতা হিসেবে এখন ভেসে বেড়াচ্ছে তাঁর নাম। মতুয়া সম্প্রদায় পদ্ম শিবিরের অন্যতম সম্পদ৷ সেখানেও বিদ্রোহ। পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ অনিশ্চিত।