UAE: হুথি হুঙ্কারে কাঁপছে আরব দুনিয়া, মিসাইল হামলার আশঙ্কা

সম্প্রতি সময়ের সবথেকে বড় হামলা। সোমবার এমনটাই জানানো হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) পক্ষ থেকে। আগামী দিনে আরও বড় পরিকল্পনা রচনা করা হতে পারে- সাবধান…

UAE

সম্প্রতি সময়ের সবথেকে বড় হামলা। সোমবার এমনটাই জানানো হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) পক্ষ থেকে। আগামী দিনে আরও বড় পরিকল্পনা রচনা করা হতে পারে- সাবধান বাণী হুথি (Huthi) জঙ্গি গোষ্ঠীর।

দুই ভারতীয়-সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে গতকাল। জঙ্গিদের দাবি, জ্বালানীর ট্যাংকারে ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছিল তারা। যদিও মিসাইলের কথা আরব সরকারের পক্ষ থেকে হলফ করে কিছু বলা হয়নি।

হুথির তরফে বলা হয়েছে যে তারা ইচ্ছা করেই এমন এক জায়গায় হামলা করেছে, যা খুব একটা গুরুত্বপূর্ণ এলাকা নয়। কিংবা অর্থনীতির দিক থেকেও আহামরি কিছু নয়। কিন্তু আগামী দিনে আরবের এমন জায়গায় হামলা চালানো হবে, যার ফল হবে মারাত্মক!

হুথির পক্ষ থেকে হুংকার দেওয়া হলেও তাতে বিশেষ পাত্তা দিচ্ছে না প্রশাসন। ইয়েমেনের সঙ্গে আরবের সখ্যতা যে গোষ্ঠী ভালোভাবে নিতে পারছে না তা অনুমেয়। আরব সরকারের পক্ষ থেকে বলা হয়েছে- গোষ্ঠীর পক্ষ থেকে সাধারণ মানুষের ওপর হামলা চালানোর ঘটনা দুঃখজনক। ওরাও এর উত্তর পাবে।

উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ‘সামরিক অভিযান’ ঘোষণা করার পর সোমবার হামলা চালিয়েছিল সেখানে। ড্রোন হামলা বলে অনুমান। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ছোট উড়ন্ত বস্তু’ বস্তু দেখা গিয়েছিল আকাশে। বিস্ফোরণ হয়েছে তিনটি তিনটি পেট্রোল ট্যাঙ্কে। বিমানবন্দরে ঘটেছিল অগ্নিকাণ্ড।