ইন্দিরা গান্ধী হত্যার উল্লাস দেখিয়ে উগ্র খালিস্তানি সমর্থকদের বিশাল মিছিল, অস্ট্রেলিয়ায় আতঙ্ক

রাজপথে হাজার হাজার খালিস্তানি সমর্থকদের মিছিল থেকে ইন্দিরা গান্ধীকে হত্যার উল্লাস জানানো হলো। এসবই হলো পুলিশ ও সরকারের কড়া নজরদারিতে। পরিস্থিতি এমনই অস্ট্রেলিয়ায়।

Khalistani supporter

রাজপথে হাজার হাজার খালিস্তানি সমর্থকদের মিছিল থেকে ইন্দিরা গান্ধীকে হত্যার উল্লাস জানানো হলো। এসবই হলো পুলিশ ও সরকারের কড়া নজরদারিতে। পরিস্থিতি এমনই অস্ট্রেলিয়ায়।

কেন দেশটির সরকার নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠনকে প্রকাশ্যে মিছিল করার অনুমতি দিল তা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। ভারত সরকারের খাতায় খালিস্তানপন্থী সংগঠন জঙ্গি তালিকাভুক্ত। ইন্দিরা হত্যা ছাড়াও একাধিক নাশকতায় জড়িত খালিস্তানি জঙ্গিরা।

শিখ সাম্রাজ্যের বিস্তার যে এলাকায় ঘটেছিল সেই অঞ্চল এখন ভারত ও পাকিস্তানের মধ্যে পড়ে। আর কিছু অংশ আফগানিস্তানে। এই অঞ্চল নিয়েই পৃথক খালিস্তান গঠনের জন্য পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই মদতে তৈরি হয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলন।

খালিস্তানিদের জঙ্গিদের হাত থেকে শিখ ধর্মস্থান মুক্ত করতে সেনা অভিযানের নির্দেশ দেন ততকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর তাঁকে খুন করা হয়। খুনি দেহরক্ষীদের ফাঁসি হয়। এবার সেই দুই খালিস্তানিকে বীরের মর্যাদা দিয়ে অস্ট্রেলিয়ায় বিশাল মিছিল হলো। খালিস্তানপন্থীদের দাবি, আগামী ২৯ জানুয়ারি হবে সমাবেশ। এই সমাবেশ উপলক্ষে মিছিল হয়েছে। মিছিল থেকে শেষ যুদ্ধ শুরুর ডাক দেওয়া হয়।