সিবিআইয়ে অনাস্থা, হাইকোর্টে মৃত বিজেপি কর্মীর পরিবার

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে হাই কোর্টের দ্বারস্থ হল মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার। প্রসঙ্গত, গত বছর বিধানসভা নির্বাচনের ফল…

high-court

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে হাই কোর্টের দ্বারস্থ হল মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার।

প্রসঙ্গত, গত বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দিনই নিহত হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁর দেহ গলায় তার পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। তদন্তের শুরু থেকেই তাঁর পরিবার দাবি করে আসছিলেন বিজেপি করার কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে অভিজিৎকে। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও। ঘটনার ১৩৬ দিন পর তাঁর দেহ সৎকার করা হয়েছিল। ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে।

কিন্তু বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও অধরা প্রভাবশালী ব্যক্তিরা। সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে চার্জশিট দাখিল করা হয়। কিন্তু সেখানে প্রভাবশালী ব্যক্তিদের নাম নেই। অথচ গোপন জবানবন্দিতে তাঁদের নাম উল্লেখ করা হয়েছিল। শিয়ালদহ আদালতে বিজেপি কর্মী খুনের ঘটনায় বিচারপ্রক্রিয়া শুরু হলে মূল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তাই শিয়ালদহ আদালত যে নির্দেশ দেওয়া হয়েছিল তা খারিজের আবেদন চেয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়।