Inspiring Story: রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ শিখর জয় করলেন ৬২-এর ঠাকুমা

কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি… না, ওনার বয়স এখনও আশি হয়নি। তবে পেকে গিয়েছে মাথার চুল। পড়েছে বয়সের ছাপ। ৬২ বছর বয়সী…

কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি… না, ওনার বয়স এখনও আশি হয়নি। তবে পেকে গিয়েছে মাথার চুল। পড়েছে বয়সের ছাপ। ৬২ বছর বয়সী এই ঠাকুমার বুড়ো হাড়ে ভেল্কি (Inspiring Story) দেখে চোখ কপালে তুলেছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় একটি পেজ থেকে শেয়ার করা হয়েছিল ভিডিও। যেখানে দেখা গিয়েছে আকাশী শাড়ি পরিহিত এক মহিলা, মাথায় ধবধবে সাদা চুল, দড়ি বেয়ে উঠছেন পাহাড়ে। ঘটনাটি কর্ণাটকের। সে রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ শিখর অগোস্তিকোদম জয় করেছেন তিনি। ওনার নাম নাগরাত্নাম্মা। 

ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘ওনার উৎসাহ এবং প্রাণশক্তি অফুরন্ত। কোনও তুলনা হয় না । যারা পাহাড়ে চড়তে ভালোবাসেন তাঁদের কাছে এই ভিডিও হতে পারে অনুপ্রেরণার উৎস।’ 

১ হাজার ৮৬৮ মিটার উঁচু এই পাহাড়ে ওঠা মুখের কথা নয়। মাঝে এক জায়গায় বেশ হাঁপিয়ে উঠেছিলেন তিনি। কিন্তু হাল ছাড়েননি। আবার শুরু করেন পর্বত আরোহণ। ছেলে সঙ্গে ছিলেন। দুজনে হাসি মুখে সেলফি নিয়েছেন পাহাড় চূড়ায় দাঁড়িয়ে। 

কম বয়সে বিয়ে হয়েছিল নাগরাত্নাম্মার। বাড়ির দায়িত্ব এসে গিয়েছিল কাঁধে। সংসারের কাজ সারতেই দিন কাবার। তবু বাঁচিয়ে রেখেছিলেন ইচ্ছাগুলো। ছেলে বড় হওয়ার পর সেগুলোকে যেন নতুন করে ফিরে পেয়েছেন তিনি।