‘দুয়ারে রেশন’ বাস্তবে অসম্ভব বলল ডিলাররা

  দুয়ারে রেশন প্রকল্প বাস্তবে অসম্ভব। শুক্রবার সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিল জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্স। তাঁদের সাফ বক্তব্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা…

 

দুয়ারে রেশন প্রকল্প বাস্তবে অসম্ভব। শুক্রবার সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিল জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্স। তাঁদের সাফ বক্তব্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দু’জন কর্মচারীর অর্ধেক বেতন রেশন ডিলারদের দেওয়ার কথা গত সাত মাসে ঘোষণা হিসেবেই রয়ে গিয়েছে। একইসঙ্গে তাঁদের আরও অভিযোগ, ‘দুয়ারে রেশন’ প্রকল্পের জন্য সরকারের দেওয়া এক লক্ষ টাকা ভর্তুকি নিয়ে ছয় লক্ষ টাকার গাড়ি কিনেছেন। এখন ব্যাঙ্কে ঋণের কিস্তির বোঝা বইতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘দুয়ারে রেশন’ প্রকল্পের শুরু থেকেই বিরোধিতা করে এসেছেন রেশন ডিলাররা৷ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের রেশন ডিলাররা। কিন্তু খাদ্যমন্ত্রী তাঁদের প্রস্তাব ফিরিয়ে দেন। পরিবর্তে জানিয়ে মন্ত্রী জানিয়ে দেন রাজ্য সরকারের এই প্রকল্প কোনও ভাবেই বন্ধ করা সম্ভব নয়। তখন থেকেই এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রেশন ডিলারদের সংঘাত একবারে চরমে।

গত এপ্রিল মাসে কলকাতার এক হোটেলে কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডের সঙ্গে সাক্ষাৎ করেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের কর্তারা। সেই বৈঠকে মোট নয়টি দাবি জানানো হয়েছিল রেশন ডিলারদের তরফে৷ সেখানে ‘দুয়ারে রেশন’ বিরোধীতা জানিয়ে সরব হন ডিলাররা৷

স্পষ্ট ভাষায় সেখানে লেখা হয়, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কর্মসূচির সিদ্ধান্ত কিছু কিছু সরকার একতরফা ভাবে রেশন ডিলারদের ওপর চাপিয়ে দিচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী যা সম্পূর্ণ বেআইনি। তাই এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রক।

অন্যদিকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কোনও ঘোষিত কর্মসূচি বাতিক করা সম্ভব নয়। প্রয়োজনে ডিলারদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা।