বাংলায় হামলার মুখে NIA, সন্দেশখালি ২.০-র তকমা বিজেপি নেতৃত্বের

পূর্ব মেদিনীপুরে এনআইএ (NIA)-র আধিকারিকদের উপর হামলার ঘটনাকে ঘিরে তোলপাড় হয়ে গেছে দেশ। লোকসভা ভোটের মুখে বাংলায় কেন্দ্রীয় এজেন্সির ওপর এহেন হামলার ঘটনাকে মোটেই ভালো…

পূর্ব মেদিনীপুরে এনআইএ (NIA)-র আধিকারিকদের উপর হামলার ঘটনাকে ঘিরে তোলপাড় হয়ে গেছে দেশ। লোকসভা ভোটের মুখে বাংলায় কেন্দ্রীয় এজেন্সির ওপর এহেন হামলার ঘটনাকে মোটেই ভালো চোখে দেখছে না কেউ। এদিকে এই ঘটনা প্রসঙ্গে এবার তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

আজ শনিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এটা খুবই দুঃখজনক যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে তৃণমূল কংগ্রেস ‘সন্ত্রাস, মাফিয়া, দুর্নীতি’ হয়ে উঠেছে। এই তৃণমূল সরকারে বাংলার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন। পশ্চিমবঙ্গে এমন ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে যে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরাও সুরক্ষিত নন, তাহলে ‘মা মাটি-মাটি’ কীভাবে এখানে সুরক্ষিত থাকবেন। আজ আমরা যা প্রত্যক্ষ করলাম তা সন্দেশখালি ২.০-র চেয়ে কম কিছু নয়।”

শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) একটি দল। এনআইএ কর্মকর্তারা ২০২২ সালে ঘটে যাওয়া বিস্ফোরণ মামলায় তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়িতে বিস্ফোরণের তদন্ত করতে এসেছিলেন, যখন উন্মত্ত জনতা কেন্দ্রীয় এজেন্সির গাড়িতে পাথর ছুঁড়তে শুরু করে। এতে গাড়ির উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্থ করে এবং এতে থাকা এক অফিসার আহত হন। ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ। মানবেন্দ্র জানা ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এনআইএ। মনোব্রত জানাকে গ্রেফতার করতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন এনআইএ আধিকারিকরা। এনআইএ সূত্রে খবর, অভিযানের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্থানীয় থানাকে জানানো হলেও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। এই ঘটনায় এনআইএ-র তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এনআইএ অফিসারের অভিযোগের ভিত্তিতে ভূপতিনগর থানা প্রধান অভিযুক্ত মনোব্রত জানা, তার পরিবারের সদস্য এবং অন্যান্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৩২, ৩৫৩, ১৮৬, ৩২৩, ৪২৭, ৩৪ ধারা এবং ১৯৮৪ সালের সরকারি সম্পত্তি ক্ষতি প্রতিরোধ আইনের ৩ নম্বর ধারায় এফআইআর দায়ের করেছে। উত্তেজিত জনতার পাথর ছোড়ার মধ্যেই মনোব্রত জানাকে গ্রেফতার করে সংস্থাটি।