Tiger Terror Assam: একপাল বাঘ ঘুরছে এলাকায়, জানালা খুলে দেখেই আতঙ্কিত সবাই

ভয়াবহ পরিস্থিতি। একপাল বাঘ ঘুরছে। টানা কয়েকদিন তীহ্র আতঙ্কে অসমের কালিয়াবরবাসী। একটি বাঘিনি গর্ভবতী। বাকিরা দিচ্ছে পাহারা। চা বাগানে, ঘরের কাছে ঘুরছে কমপক্ষে ৯টি বাঘ। কাজিরাঙ্গা বনবিভাগ বলছে প্রশাসন দ্রুত ১৪৪ ধারা জারি করুক।

195
Assam-tiger2

প্রথমে এসেছিল একটা বিরাট বাঘ। হাঁ করে জিভ দিয়ে মুখ চাটছিল। তার হাড় হিম করা দৃষ্টি দেখে ভয়ে আতঙ্কে কাঁপতে থাকেন চা বাগান সংলগ্ন এলাকাবাসী(Tiger Terror Assam)। সেই বাঘ একা আসেনি! কমপক্ষে ৯টি বাঘ ঢুকে পড়েছে। এতে আতঙ্ক আরও তীব্র। অসমের নওগাঁও জেলার কালিয়াবরে এখন তীব্র বাঘের ভয়ে দিনরাত কাঁপছেন বাসিন্দারা। বনবিভাগের বিরুদ্ধে উঠছে বাঘ তাড়ানোর কাজে গড়িমসির অভিযোগ।

কালিয়াবরে একপাল বাঘের ঘোরাঘুরির পর বনবিভাগ সরাসরি জেলা প্রশাসনের কাছে আর্জি জানায় অবিলম্বে ১৪৪ ধারা জারি করা হোক। কেউ যেন অযথা ঝুঁকি নিয়ে বাঘের ছবি তুলতে না যান এমন নির্দেশিকা জারি করা হয়েছে।

কাজিরাঙ্গা বনবিভাগ জানিয়েছে বাঘের আচরণ যেহেতু হিংস্র নয়, তাই তাদের নির্বিঘ্নে রাখাই নিরাপদ উপায়। বাঘ বিরক্ত হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে।

Assam-tiger2

এত বাঘ একসাথে ঘুরছে লোকালয়ের চারপাশে, চা বাগানের মধ্যে এসব দেখে কালিয়াবরের বাসিন্দারা জীবন হাতে করে বসে আছেন বলে জানান। তারা বলছেন, জানালা দিয়ে তাকালেই মাঝে মধ্যে বাঘের সাথে চোখাচোখি হয়ে যাচ্ছে। বাঘ জিভ বের করে বসে আসে বাগানের মধ্যে। সামাজিক মাধ্যমে ছড়িয়েছে এলাকায় বাঘের চলা ফেরা করার ছবি। গত চার পাঁচ দিন ধরে এরকমই পরিস্থিতি কালিয়াবরের শিলঘাট এলাকার।

কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের অধিকর্তা যতীন্দ্রনাথ শর্মা জানিয়েছেন, কেউ যেন বাঘেদের বিরক্ত না করে। কারণ একটি বাঘিনি গর্ভবতী। তার জন্য বাকি বাঘগুলো এমন আচরণ করছে।

এদিকে এলাকায় এত বাঘ ঘুরছে দেখে কয়েকজন ছবি তুলতে যান। তাদের দেখে বাঘেরা তেমন আক্রমণাত্মক আচরণ করেনি। এই কথা জানতে পেরে বনবিভাগের তরফে বলা হয়, ভুলেও এমন কাজ করবেন না। কারণ গর্ভবতী বাঘিনি প্রবল হিংস্র আচরণ করে। এরা যেমন এসেছে তেমনই চলে যাবে।