Bengal SSC Scam: বনিকে ডেকে ফের জিজ্ঞাসাবাদ করে কী রহস্যভেদ করতে চায় ইডি?

নিয়োগ দুর্নীতিতে (Bengal SSC Scam) দ্বিতীয়বারের জন্য অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta) তলব করেছে ইডি (Enforcement Directorate)

Bonny Sengupta Koushani Mukherjee

নিয়োগ দুর্নীতিতে (Bengal SSC Scam) দ্বিতীয়বারের জন্য অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta) তলব করেছে ইডি (Enforcement Directorate)। ইডির তরফে বনির আয়কর সংক্রান্ত সমস্ত তথ্য চাওয়া হয়েছে। সেইসঙ্গে চাওয়া হয়েছে বিলাসবহুল গাড়ি যেটা কুন্তল ঘোষ তাঁকে কাজের বিনিময়ে দিয়েছিল সেটার নথিও। শোনা যাচ্ছে, বনি তাঁর গাড়ির দাম মেটানোর জন্য ইডির কাছে আবেদন জানাবেন৷ কিন্তু এত সহজে কি জল্পনার অবসান হবে?

নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উঠে এসেছে ইডির হাতে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির বিপুল টাকা কুন্তল ঘোষের অ্যাকাউন্টে ঢুকেছে। সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সোমা চক্রবর্তী এবং বনি সেনগুপ্ত। দুই জনকেই জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করেছে৷

সোমা অবশ্য জানিয়েছেন, তাঁকে পার্লার চালানোর জন্য ৫০ লক্ষ টাকা ধার দিয়েছিল কুন্তল। সেটা মেটানোর কথাও ছিল তাঁর। অন্যদিকে, বনির দাবি দুটি ছবির অগ্রিম বাবদ নগদের পরিবর্তে গাড়ি নিয়েছিল সে। কিন্তু পরে ছবি না হওয়ায় কুন্তলের হয়ে একাধিক কাজ করে টাকা শোধ করে বনি৷

এরই মধ্যে খবর, ইম্পার নির্বাচনের জন্য বনির মা পিয়া সেনগুপ্ত প্রচুর টাকা নিয়েছিলেন কুন্তলের কাছ থেকে। এই খবর ছড়িয়ে পড়তেই আদালতের দ্বারস্থ হয়েছেন কয়েকজন পরিচালক এবং প্রযোজক৷ ফলত, নিয়োগ দুর্নীতিতে কুন্তল এবং বনির যোগ নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে৷