Bankura: পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

বিতর্কিত কাশ্মীর ফাইলসের মতো পশ্চিমবঙ্গ ফাইলস দেখতে হবে। বাঁকুড়ায় এক জনসভা থেকে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এমনই বললেন। তিনি বলেন, তৃণমূলের কলঙ্কের কথা…

বিতর্কিত কাশ্মীর ফাইলসের মতো পশ্চিমবঙ্গ ফাইলস দেখতে হবে। বাঁকুড়ায় এক জনসভা থেকে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এমনই বললেন। তিনি বলেন, তৃণমূলের কলঙ্কের কথা বলুন। তৃণমূল যেভাবে মানুষকে ভয় দেখাচ্ছে, তার কথা বলুন। আগামী দিনে পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। এই পশ্চিমবঙ্গ ফাইলসে আমরা দেখতে পাব কীভাবে মানুষকে খুন করা হয়েছে। মানুষকে মেরে তার গলায় রশি দিয়ে কখনও গাছের ডালে ঝুলিয়েছে। কখনও হাইটেনশন লাইনের তারে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বিজেপি সাংসদের এমন মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, উনি নিজের চরকায় তেল দিলে মনে হয় ভালো হবে। উনি নিজের চরকায় তেল দিন। এখানে কী দুর্নীতি হচ্ছে ওটা নিয়ে ভাবতে হবে না। আসলে বিজেপি পিএম কেয়ারের নামে নিজেদের কেয়ার করছেন, সেটা আগে দেখুন।

সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বলেছেন রাজ্যেও যে অত্যাচার চলছে তার ইতিহাস একদিন উন্মুক্ত হবেই।

‘দ্য কাশ্মীর ফাইলস’ কে ঘিরে বিতর্ক রয়েছে বিস্তর। বিজেপির তরফে যেমন প্রশংসা কুড়িয়েছে এই ছবি, ছবির বিরোধিতায় সরব হয়েছে বিরোধী পক্ষ। এমনকি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এ দেখানো কিছু দৃশ্য কাশ্মীরিদের প্রতি রিরূপ প্রতিক্রিয়া করছে বলেও অভিযোগ। সেই বিতর্ক টেনে এনে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ ফাইলস মন্তব্য করেছেন।