Bankura: পদ্ম ছেড়ে এবার হাতশিবিরে সৌমিত্র খাঁ ! শুরু জল্পনা

রাজ্য রাজনীতিতে দলবদল নিয়ে আবার জল্পনা। লোকসভা নির্বাচনের আগে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন বলে শুরু হয়েছে জল্পনা। শুক্রবার…

রাজ্য রাজনীতিতে দলবদল নিয়ে আবার জল্পনা। লোকসভা নির্বাচনের আগে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন বলে শুরু হয়েছে জল্পনা। শুক্রবার কংগ্রেসের আয়োজিত একটি স্মরণসভা ও রক্তদান শিবিরের অনুষ্ঠানে সৌমিত্রর উপস্থিতি সেই বিতর্ক উস্কে দিয়েছে।যেখানে কংগ্রেস নেতাদের সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে সৌমিত্রকে।যা নিয়ে তোলপাড় বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র।

এক বছর আগে প্রয়াত কংগ্রেস নেতা তড়িৎ কুমার কোলের স্মৃতিতে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সিহড় এলাকায় শুক্রবার কংগ্রেস একটি স্মরণসভা ও রক্তদান শিবিরের আয়োজন করে। সেই সভামঞ্চে কংগ্রেস নেতাদের সঙ্গে একমঞ্চে দেখা যায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে। শুধু তাই নয়, মঞ্চে কংগ্রেস নেতাদের সঙ্গেও গল্প করতে দেখাও যায়।তাহলে কি কংগ্রেসে যোগ দিচ্ছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সৌমিত্র যদিও দলবদলের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। কিন্তু তাঁর দলবদলের সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কিন্তু তাতেও জল্পনা থামছে না।

এ প্রসঙ্গে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, গত পাঁচ বছরে সাংসদকে দেখতে পাননি এলাকার একজন মানুষও। বিজেপি থেকে হয়ত আর টিকিট পাবেন না। যে কারণে তৃণমূলের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছিলেন। কিন্তু তৃণমূল সকলকে দলে টানছে না। তাই তিনি হয়ত আবার পুরনো দলের সঙ্গে যোগাযোগ রাখছেন।