Delhi Earthquake: জোরালো ভূমিকম্পে ফের দুলে গেল দিল্লি

ভূমিকম্পে দুলে গেল দিল্লি। রিখটার স্কেলে কম্পন বেশ জোরালো। ভূমিকম্পের কেন্দ্র নেপাল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৯.৩৭ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮১.২২ ডিগ্রি পূর্বে দ্রাঘিমাংশে নেপালে,…

Illustration of an Earthquake

ভূমিকম্পে দুলে গেল দিল্লি। রিখটার স্কেলে কম্পন বেশ জোরালো। ভূমিকম্পের কেন্দ্র নেপাল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৯.৩৭ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮১.২২ ডিগ্রি পূর্বে দ্রাঘিমাংশে নেপালে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে॥

সকাল থেকে দিল্লি পুলিশের বিরাট অভিযান চলছে। সরকার বিরোধী একাধিক সাংবাদিক ধৃত। তল্লাশি হয় সিপিআইএম সাধারণ সম্পাদকের বাড়িতে। এর জেরে দিল্লির রাজনৈতিক মহলে লেহেছিল দুলুনি। তার উপর তৃণমূলের অবস্থান ও বিজেপির কটাক্ষ নিয়ে রাজনৈতিক মহল গরম। এসবের মাঝে দুলে গেল দিল্লি ও এনসিআর।

   

মঙ্গলবার দিল্লি-এনসিআর, পাঞ্জাব এবং হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে ভূমিকম্পটি রিখটার স্কেলে ৬.২ হয়েছে। দিল্লি-এনসিআর, পাঞ্জাব এবং হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কিছু লোক শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভব করেছিল, যা এক মিনিটেরও বেশি সময় ধরে চলেছিল।

নেপালের দিকে ভূমিকম্প পরিস্থিতি কীরকম তা জানার চেষ্টা চলছে। কারণ কম্পনের কেন্দ্র নেপাল। ফ্র্যাঙ্ক হুগারবিটস, একজন ডাচ গবেষক যিনি এই বছরের শুরুর দিকে তুর্কিয়ে এবং সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি পাকিস্তানের কাছে উৎপন্ন হতে পারে এমন একটি ভূমিকম্পের সম্ভাবনা সম্পর্কে X-এ (পূর্বের টুইটার) পোস্ট করেছেন । সোমবার তার টুইট সামনে এসেছে। এর পরেই হলো কম্পন। তবে পাকিস্তানের বদলে কম্পন হলো নেপালে। সেই ধাক্কায় নড়ে গেল দিল্লি।