বাঁশ দিয়ে পেটানোর হুঁশিয়ারি দিলীপ ঘোষের

নাম না করে পুরভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রীতিমতো বাঁশ দিয়ে পেটানোর কথা বললেন এই বিজেপি (BJP)…

নাম না করে পুরভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রীতিমতো বাঁশ দিয়ে পেটানোর কথা বললেন এই বিজেপি (BJP) সাংসদ।

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। সেখানে ভোট সন্ত্রাস নিয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ। এদিন সাংসদ ক্ষীরপাই পৌরসভার সামনেই পৌরসভার ১০ টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের নিয়ে চা চক্রে বসেন,চায়ের আড্ডায় প্রার্থীদের সঙ্গেও আলাপচারিতা সারেন তিনি। এছাড়াও ক্ষীরপাই পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে ঘুরে প্রচারও সারেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

   

চা চক্র থেকে দিলীপ ঘোষ সাফ বলেন, ‘বিজেপি এখানে লোকসভা, বিধানসভায় বেশি লিড পেয়েছে। তৃণমূল জানে এখানে বিজেপিই জিতবে। তাই এখন ভয় দেখিয়ে, পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে। কিন্তু আমাদের লোকেরাও এখানে যথেষ্ট শক্তপোক্ত আছে। আমরাও পাল্টা জবাব দেব।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি আমাদের নিজের জোরে ভোট করতে হবে। জেলায় জেলায় তারই প্রস্তুতি চলছে,কাঁচাবাঁশ কেটে রেখেছে আমাদের লোকেরা, দরকার হলে সেটা ব্যবহার করবো আমরা।’

অন্যদিকে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর অবশ্যই প্রয়োজন রয়েছে। বাহিনী থাকলে অনেক সাধারণ ভোটার সাহস পায়। বাহিনী থাকলে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে, কারণ পুলিশের উপর কারও আর ভরসা নেই।’