East Bengal: ইস্টবেঙ্গলের ‘বিশিষ্ট’ সায়েম সোবহান আনভীর ধর্ষণ-খুনে অভিযুক্ত

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে ভোজের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ (Bangladesh) থেকে আসবেন ‘বিশিষ্ট ক্রীড়া প্রেমী’ সায়েম সোবহান আনভীরের। যিনি বাংলাদেশের প্রসিদ্ধ বসুন্ধরা (Basundhara) গ্রুপের…

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে ভোজের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ (Bangladesh) থেকে আসবেন ‘বিশিষ্ট ক্রীড়া প্রেমী’ সায়েম সোবহান আনভীরের। যিনি বাংলাদেশের প্রসিদ্ধ বসুন্ধরা (Basundhara) গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। গত বছর তাঁর বিরুদ্ধে উঠেছিল গুরুতর অভিযোগ। জানা গিয়েছে, মামলায় সায়েম সোবহান আনভীর, তাঁর স্ত্রী সাবরিনা, বাবা আহমেদ আকবর সোবহান, মা আফরোজা, শারমীন, সাইফা রহমান মীম, ফারিয়া মাহবুব পিয়াসা ও ইব্রাহীম আহমেদ রিপনকে আসামি করা হয়।

৬ সেপ্টেম্বর ২০২১ সাল। খবর করেছে বিবিসি। বসুন্ধরা এমডি আনভীর-সহ আটজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা। আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। 

   

সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ থাকলেও তাতে বিশেষ আমল দেয়নি বসুন্ধরা। অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছিল কোম্পানির তরফে। 

কোন ঘটনার প্রেক্ষিতে অভিযোগ?

ঢাকার এক কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বাংলাদেশে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ মামলা করেছিল মৃত ছাত্রীর পরিবার। মামলার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। 

কোম্পানির দাবি ছিল, ২৬ এপ্রিলের সন্ধ্যায় একটি ফ্ল্যাটের ঘর থেকে পাওয়া গিয়েছিল তরুণীর মৃত দেহ। বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ এনেছিলেন তরুণীর দিদি। করা হয়েছিল মামলা। ১৮ আগস্ট অব্যহতি পান সোবহান। গোটা বিষয়টি ‘গভীর ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছিল বসুন্ধরা।