দাউদ যোগের অভিযোগে গ্রেফতার মন্ত্রী নবাব মালিক

দীর্ঘক্ষণ জেরার পর গ্রেফতার করা হল এনসিপি নেতা নবাব মালিককে। দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলায় মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি বলে খবর।…

দীর্ঘক্ষণ জেরার পর গ্রেফতার করা হল এনসিপি নেতা নবাব মালিককে। দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলায় মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি বলে খবর। অর্থ তছরুপের মামলায় প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রীকে। নবাব মালিককে কুর্লার যে জমিটি তিনি বেশ কয়েক বছর আগে কাউরির দামে কিনেছিলেন সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মালিকের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

কয়েক মাস আগে দেবেন্দ্র ফড়নবীশ সাংবাদিক বৈঠকে মালিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেছিলেন, মালিক পরিবার জমির মূল্য সাড়ে তিন কোটি টাকা দেখিয়ে দিয়েছে, যাতে স্ট্যাম্প ডিউটি কম দিতে হয়।

এদিকে নবাব মালিককে মুম্বাইয়ের আদালতে নিয়ে যাওয়ার পরে এনসিপি কর্মীরা ইডি অফিসের বাইরে বিক্ষোভ দেখান। প্রসঙ্গত, বুধবারই কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের অর্থপাচার সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নবাবকে নিজেদের দফতরে নিয়ে যান ইডির আধিকারিকরা। এদিন সকাল ৭ টা নাগাদ এনসিপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সকাল ৮ টা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।