শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে উত্তেজনা, উত্তপ্ত কাঁথি

পুরভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল কাঁথি। আবারও বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, বুধবার এদিন ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে অমর্ত্য…

পুরভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল কাঁথি। আবারও বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, বুধবার এদিন ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে অমর্ত্য পল্লিতে প্রচারে যান শুভেন্দু অধিকারী। সেখানেই সভা করার কথা ছিল সুব্রত বক্সীর। ফলে সেখানে আগে থেকেই জড়ো হন তৃণমূল কর্মী, সমর্থকরা।

এদিকে সেখান দিয়ে যাওয়ার সময় তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। এদিকে পাল্টা বিজেপি কর্মীরা ভারত মাতা কি জয়, শুভেন্দু অধিকারীর জয় বলে স্লোগান দেন। তৃণমূল কর্মীদের দিকে হাত নেড়ে, নমস্কার জানিয়ে সেখান থেকে চলে যান বিরোধী দলনেতা। এরপর বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি।

উল্লেখ্য, আসন্ন পুরভোটকে পাখির চোখ করে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। প্রচারে নেমেছেন ছোট ভাই সৌমেন্দু অধিকারীও। গত শুক্রবার সকালেও কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের ‘গো ব্যাক’ স্লোগান শোনেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এর আগে, বৃহস্পতিবারও একই ভাবে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ দেখান পুরসভার তৃণমূল নেতা কর্মীরা। সে সব পাত্তা না দিয়ে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যান শুভেন্দু।