বাংলার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে গলা চড়াচ্ছে বিজেপি

bjp mlas want central force in panchayet election
File Picture

আগামী পঞ্চায়েত নির্বাচনে কী হবে দলের রণনীতি? তা নিয়ে রাজ্যস্তরের নেতারা বৈঠক সারলেন৷ উপস্থিত ছিলেন পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং সহপর্যবেক্ষক আশা লাকড়া৷ সেই বৈঠকে পঞ্চায়েত ভোটের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সরব হন বিধায়করা৷

Advertisements

রবিবার কলকাতায় উপস্থিত হন বিজেপির পর্যবেক্ষকরা৷ কর্মীদের উদ্দেশ্যে তাঁদের বার্তা, নবান্ন অভিযানের দিকে কেন্দ্রীয় নেতৃত্ব নজর রেখেছে। এই আন্দোলনের মেজাজ ধরে রাখতে হবে৷ বিজেপির শক্তি দেখিয়ে দিতে হবে৷ একইসঙ্গে আদালতের লড়াই ও জারি রাখতে হবে৷ একইসঙ্গে দলীয় বিধায়কদের উদ্দেশ্যে বার্তা আরও জনসংযোগে জোর দিতে হবে৷ দল থেকে বিধায়কদের বিচ্ছিন্ন হলে হবে না৷

   

এদিন বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিধায়কদের কাজে রাজ্য সরকার অসহযোগিতা করেছে।বিধায়কদের সিআর ফান্ড বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানান তিনি৷

আগামী পঞ্চায়েত নির্বাচনে কৃষকদের ওপর বিশেষ নজর দিতে চাইছে বিজেপি৷ রাজ্য সরকারের তরফে কৃষকদের বঞ্চনা করা হচ্ছে৷ পঞ্চায়েত নির্বাচনে কৃষকরা বিরাট ফ্যাক্টর৷ তাই জেলায় জেলায় এই ইস্যুতে প্রচারে নামছে বিজেপি। সেইসঙ্গে থাকছে শাসক দলের একাধিক দুর্নীতির অভিযোগ৷

আপাতত উৎসবের মরশুমে বৃক্ষরোপন, বস্ত্র প্রদানের মতো একাধিক কর্মসূচি জারি রাখতে চাইছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় দলের বৈঠকে বারবার বাংলার কথা উল্লেখ করে বাংলাকেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে দল। সেকথা আজও মনে করালেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। লোকসভা নির্বাচনের আগে ক্ষতপূরণ করাই প্রধান লক্ষ্য৷ একথা মনে করালেন তাঁরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements