Bangladesh: বাংলাদেশ থেকে বিপুল সোনা পাচারের চেষ্টা, আটক মালদার বাসিন্দা

পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের (Bangladesh) দিকে গোরু পাচার প্রায় বন্ধ, তবে সীমান্ত এলাকায় সোনা পাচারের (Gold smuggling) পরিমাণ বাড়ছে। রবিবার ট্রাকে করে ভারতে সোনা পাচারের সময়…

পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের (Bangladesh) দিকে গোরু পাচার প্রায় বন্ধ, তবে সীমান্ত এলাকায় সোনা পাচারের (Gold smuggling) পরিমাণ বাড়ছে। রবিবার ট্রাকে করে ভারতে সোনা পাচারের সময় ধরা পড়ল এক ভারতীয় নাগরিক। বাংলাদেশ বর্ডার গার্ড (BGB) জানাচ্ছে, ধৃত ব্যক্তির নাম রেন্টু শেখ। সে ভারতীয়। তার বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায়।

বিজিবি জানাচ্ছে, একটি ট্রাকের সিটের নিচ ৩ কেজি ৪৭৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনা ১৫টি বার ও ৩৫টি টুকরো আকারে ছিল। এর বাংলাদেশে বাজারমূল্য ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা। ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

রবিবার রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর থেকে সোনা পাচার হচ্ছিল। দুই দেশের সীমান্তে জিরো পয়েন্ট থেকে সোনা বাজেয়াপ্ত করা হয়। সোনা পাচারে জড়িত ট্রাক চালক রেন্টু শেখ পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশবাজার থানার মহদীপুর গ্রামের বাসিন্দা। তার বিষয়ে সব তথ্য ভারতের সীমাম্তরক্ষী বাহিনী বিএসএফকে পাঠিয়েছে বিজিবি।

সোনা মসজিদ সীমান্তে বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল মহম্মদ আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতের সীমান্ত থেকে অল্প দূরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশের দিক থেকে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাকে তল্লাশি চালায় বিজিবি। ট্রাক চালকের সিটের নিচ থেকে চোরাই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।