দলত্যাগী অর্জুনের ‘ছায়াসঙ্গী’ মণীশ পরিবারের দায়িত্ব নেবে বিজেপি নেতা শুভেন্দু

সদ্য বিজেপি থেকে তৃণমূলে নাম লিখিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ তাই দলের তরফে অর্জুনের পরিবর্তে শিল্পাঞ্চলের সংগঠন দেখার দায়িত্ব পড়েছে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Suvendu…

Suvendu Adhikari will take charge of Manish Shukla family

সদ্য বিজেপি থেকে তৃণমূলে নাম লিখিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ তাই দলের তরফে অর্জুনের পরিবর্তে শিল্পাঞ্চলের সংগঠন দেখার দায়িত্ব পড়েছে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ওপর। রবিবার সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি খড়দহে মনীশ শুক্লর (Manish Shukla) বাড়িতে পৌঁছালেন নন্দীগ্রামের বিধায়ক৷ মনীশের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরেই শুভেন্দুর বিস্ফোরক দাবি, মনীশ শুক্লর মৃত্যুর জন্য মন্ত্রী এবং বিধায়ক দায়ী। মনীশের পরিবারকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷

এদিন প্রায় ৪৫ মিনিট ধরে মনীশ শুক্লর পরিবারের সঙ্গে দেখা করার পর শুভেন্দু বলেন, আমি যখন যুব সভাপতি ছিলাম তখন মনীশকে এখানকার টাউনের যুব প্রেসিডেন্ট করেছিলাম৷ ২০০৯ সাল থেকে মনীশের সঙ্গে সম্পর্ক আজ নয়৷ তার মা আমার কাছে বলেছেন, যারা খুনি তারা ঘুরে বেড়াচ্ছে। এর বিচার চায় পরিবার।

সেইসঙ্গে বিরোধী দলনেতার বক্তব্য, আমি জানি পুলিশ বা সিআইডি এর বিচার করবে না৷ এরা পলিটিক্যাল অ্যাজেন্ডা নিয়ে চলে। ফলে ওনাকে বলেছি কোর্টে লড়াই করতে হবে৷ আমরা সঙ্গে আছি।

অর্জুনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এতদিন অর্জুন সিং দেখছিলেন আমাদের ঢোকার সুযোগ ছিল না। আমি এবস্র বসব। দল আইনি সহযোগিতা করবে আমি নিজে দেখব। কারণ, যারা খুন করেছে, তাঁদের সঙ্গে অর্জুন সিংয়ের ছবি এসেছে। উনিই বলেছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালে ৪ অক্টোবর সন্ধেবেলা টিটাগড় থানা থেকে অদূরেই অর্জুন সিংয়ের ছায়াসঙ্গী মনীশ শুক্লকে খুন হতে হয়। যা ঘিরে শুরু হয় তৃণমূল বিজেপি তরজা। ঘটনায় এখন পানিহাটির তৃণমূল বিধায়কের দিকে আঙুল তুলেছেন তিনি৷ পাল্টা বিধায়ক নির্মল ঘোষের বক্তব্য, বিজেপি না থাকলে শুভেন্দুর জায়গা জেলে হবে৷

অন্যদিকে, মনীশ শুক্লর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পর এখন তৃণমূলে অর্জুন সিং। অর্জুনকে জব্দ করতেই কী এবার মনীশ হত্যার ফাইল ঝেড়ে আদালতের দ্বারস্থ হবেন শুভেন্দু? প্রশ্ন রাজনৈতিক মহলে।