সব আসন তৃণমূলের, ৪০ বছরেও বিজেপির পক্ষে বাংলা দখল সম্ভব নয়: অর্জুন সিং

বিজেপি ছেড়ে ফর তৃণমূল কংগ্রেসে ফিরেই এ রাজ্যে পদ্ম শিবিরের ভবিষ্যৎ বলে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাংলার…

Arjun Singh

বিজেপি ছেড়ে ফর তৃণমূল কংগ্রেসে ফিরেই এ রাজ্যে পদ্ম শিবিরের ভবিষ্যৎ বলে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাংলার বিজেপি এই সংগঠন নিয়ে জিততে পারবে না। রাজ্যে বিজেপির সংগঠন গড়ে তুলতে আরও ৪০ বছর সময়ে লাগবে। এসি ঘরে বসে সংগঠন করা যায় না।

প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেন অর্জুন সিং। তিনি বলেন, বিজেপিতে তাঁকে সন্দেহের চোখে দেখা হত। তাঁর কথায়, পশ্চিমবাংলায় বিজেপি যেভাবে চলছে, তাতে সংগঠনকে ড্যামেজ করে দিয়েছে৷ রাজ্যে বিজেপির সংগঠন বলে কিছুই নেই৷ আমরা যাঁরা বিজেপিতে এসেছিলাম, তাঁরা নামে বিজেপিতে ছিলাম, আমাদেরকে বিশ্বাসই করতে পারছে না। আমরা তাদের সাংসদ হয়েছিলাম৷ আমার তিনটে জেলার দায়িত্ব ছিল৷ কিন্তু সেই জেলাতে দলের কর্মসূচি নিয়ে আমার কোনও যোগাযোগ ছিল না। আমাদের কোনও দামই ছিল না, আমাদের উপরে সবসময় সন্দেহ করা হত।

অর্জুন সিংয়ের দাবি, রিক্স নিয়ে ব্যারাকপুরে আমাকে লড়াই করতে হচ্ছিল। যাদের চাকরি চলে গিয়েছিল, যারা ভয়ে পালিয়ে গিয়েছিল সকলকে নিজের রিস্কে চাকরি দিতে হয়েছিল। সমস্ত ব্যাপারটাকে নিয়ে এরা লড়াইয়ের মধ্যে ছিল না আমরা বলার পরেও। তখন আমরা ঠিক করলাম, দল ছেড়ে তৃণমূলে চলে যাব৷

অর্জুন সিং বলেন, টিটাগড়ের বিজেপি নেতা মনীশ শুক্লার বাবার বিরুদ্ধে প্রচার করেছিল বিজেপির নেতারাই। তাঁর বিরুদ্ধে বিহারি-বাঙালি ভেদাভেদ গড়ে তোলা হয়েছিল। আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি। আমি নির্বাচনের ৬ মাস আগে জানিয়েছিলাম কোন এলাকায় কাকে টিকিট দিতে হবে। আমার যা বক্তব্য ছিল শোনেনি। বর্তমানে বিজেপির সাংগঠনিক পরিস্থিতি এতটাই দুর্বল তাতে আগামী দিনে বাংলা থেকে ৪২ টি আসন তৃণমূল পাবে বলেই দাবি করছেন তিনি।