বাড়িতে ঢুকে দুষ্কৃতী হামলায় ভরদুপুরে দিনহাটায় খুন বিজেপি নেতা

শুটআউটে খুন বিজেপি নেতা। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি। উত্তপ্ত কোচবিহারের দিনহাটার বাসিন্দা প্রশান্ত রায় বসুনিয়া, বিজেপির মণ্ডল সম্পাদক ছিলেন। এই…

BJP_leader

শুটআউটে খুন বিজেপি নেতা। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি। উত্তপ্ত কোচবিহারের দিনহাটার বাসিন্দা প্রশান্ত রায় বসুনিয়া, বিজেপির মণ্ডল সম্পাদক ছিলেন। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, দিনহাটার পুটিমারি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত শিমুলতলায় বিজেপির ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়া। শুক্রবার দুপুরে তিনি বাড়িতেই ছিলেন। তার মা ছেলের খাবার নিয়ে রান্নাঘরে থেকে ফেরার সময় দেখেন দুজন দু্ষ্কৃতী বাড়ির ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। রক্তাক্ত অবস্থায় মেঝেয় লুটিয়ে পড়েন প্রশান্ত। পরিস্থিতি বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুষ্কৃতীরা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

চিৎকার, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে আসেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গেই প্রশান্তকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। এই ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।

তৃণমূল নেতা উদয়ন গুহর দাবি, প্রশান্ত সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির গোষ্ঠীকোন্দলেই খুন হয়েছেন তিনি। তৃণমূলের দাবি অস্বীকার করেছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।