মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে বড় মন্তব্য শুভেন্দু অধিকারীর

Justice For Bijoya: আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের একবার বড় মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তিনি যা বললেন তা…

Suvendu Adhikari advised the students to conduct the triphala abhijan, এবার 'ত্রিফলা' অভিযান! নবান্ন অভিযান-বিজেপির বনধ নিয়ে চর্চার মাঝেই ছাত্রদের পরামর্শ শুভেন্দুর

Justice For Bijoya: আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের একবার বড় মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তিনি যা বললেন তা শুনে চমকে গিয়েছেন। নতুন করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি জানালেন।

ইতিমধ্যে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত হয়ে রয়েছে বাংলা সহ গোটা দেশ। এদিকে আজ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। তার পদত্যাগ করা উচিত। তিনি তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।’

   

এদিকে আজ টানা ষষ্ঠ দিনে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে পৌঁছলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। নির্যাতিতার পরিচয় প্রকাশের মামলায় কলকাতা পুলিশও আজ তাঁকে তলব করেছিল বলে জানা গিয়েছে। কলকাতা ধর্ষণ-হত্যাকাণ্ডে প্রতিদিনই যেন একের পর এক রহস্যের উপর থেকে পর্দা ফাঁস হচ্ছে। যেমন এবার মেডিকেল কলেজের ডেপুটি সুপারিনটেনডেন্ট ডঃ উৎপল যা দাবি করেছেন, তা অত্যন্ত মর্মান্তিক।

তাঁর দাবি, মেডিকেল কলেজে গুন্ডারাজ চলত। শুধু তাই নয়, অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে বেআইনি তোলাবাজি করা হয়েছে বলেও দাবি করেছেন অনেকে। আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাজকর্ম নিয়েও প্রশ্ন রয়েছে। সন্দীপ ঘোষকেও লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এরই মধ্যে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন কলেজের ডেপুটি সুপারিনটেনডেন্ট। প্রায় এক হাজার পাতার একটি কালো চিঠি জমা দিয়েছেন স্বাস্থ্য দফতরে।