Dilip Ghosh: গরুর দুধে সোনা পাওয়া দিলীপের কথায় ভ্যালেন্টাইন্স মানে বেলেল্লাপোনা

ম্প্রতি পশুপ্রেম মনোভাব দেখাতে ১৪ ফেব্রুয়ারি ‘কাউ হাগ ডে’ ঘোষণা করল মোদি সরকারের প্রাণী উন্নয়ন মন্ত্রক। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপিকে কটাক্ষ করে বিরোধীদের মন্তব্যের পর এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

ads web
Dilip Ghosh strongly criticized Valentine's Day

২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে গরু প্রতি সহমর্মিতা বেশী দেখা দিয়েছে৷ আবার ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) বা অন্যান্য রীতি রেওয়াজের প্রতি তিক্ততা প্রকাশ করেছেন বিজেপি নেতারা। সম্প্রতি পশুপ্রেম মনোভাব দেখাতে ১৪ ফেব্রুয়ারি ‘কাউ হাগ ডে’ ঘোষণা করল মোদি সরকারের প্রাণী উন্নয়ন মন্ত্রক। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপিকে কটাক্ষ করে বিরোধীদের মন্তব্যের পর এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আরও পড়ুন: Kunal Ghosh: নরেন্দ্র মোদী থেকে দিলীপ ঘোষেরা চুমু খাবে গরুকে! কুণালের বক্তব্য ঘিরে চাঞ্চল্য

   

তাঁর কথায়, ভারতবর্ষের সংস্কৃতি পরম্পরার মানবিন্দু হচ্ছে গরু। যারা বিদেশ থেকে সংস্কৃতি নিয়ে আসছেন, ভ্যালেন্টাইন ডে করে, ক্লাবে, রাস্তায় বা পার্কে এই ধরনের বেলেল্লাপনা করছেন, সেটা আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে মেলে না। অনেকের এতে আপত্তিও আছে। কিন্তু ব্যবসার খাতিরে গত কয়েক বছর ধরে আসলে এটাকে হাওয়া দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Dilip Ghosh: বাগানবাড়িতে দিলীপ ঘোষের নিঃশব্দে চড়ুইভাতি, বিজেপিতে অন্তর্ঘাত আতঙ্ক

Advertisements

উল্লেখ্য, কেন্দ্রীয় পশু কল্যাণ দফতরের তরফে সম্প্রতি জানানো হয়েছে, পশ্চিমের চাপে বৈদিক সংস্কৃতি মুছে যেতে বসেছি আমরা। সেই কারণেই অভিনব আবেদন করা হয়েছে। পশু কল্যাণ বোর্ডের তরফে জানানো হয়েছে, গরুর অনেক উপকারিতা রয়েছে। তাঁদের আবেদন, যারা গরুকে ভালবাসে তারা যেন ১৪ ফেব্রুয়ারি গবাদি পশুকে আলিঙ্গন করেন। তাতে জীবন আরও সুখের হয়ে উঠবে। এভাবেই ‘গরু আলিঙ্গন দিবস’ তথা ‘কাউ হাগ ডে’ পালনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় বোর্ড ।

আরও পড়ুন: বাংলা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বলে দাবি দিলীপ ঘোষের

বিজেপির মধ্যে এনিয়ে বাড়তি উন্মাদনা দেখা দিলেন স্যোশাল মিডিয়ায় ট্রোলের শিকার বিজেপি নেতারা। গতকাল এনিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে বলতে শোনা যায়, পশু প্রেম দিবস আলাদা আছে। পশু প্রেম দিবস খারাপ কিছু নয়। কিন্তু পশুপ্রেম বলতেই যাদের গরুকে আলিঙ্গন করার কথা বলছে, তারা বদ্ধ উন্মাদ ছাড়া আর কিছু নয়। এই জিনিস হতে পারে না৷ বিজেপির পরিষদীয় দলের অসুবিধা হবে না। ওরা শুভেন্দুকে করে নেবে৷ কিন্তু এর বাইরে গরুকে আলিঙ্গন করতে হবে। আমরা আশা করি এরকম ছবি দেখতে পাবো নরেন্দ্র মোদি থেকে দিলীপ ঘোষ, এরা সবাই গরুকে চুমু খাচ্ছেন। আমরা দেখতে পাবো দিলীপ ঘোষ এগিয়ে যাচ্ছে। গরু হাম্বা করে ডাকছে। ভুল করে ষাঁড়ের দিকে চলে যাবেন না। ওটা শুভেন্দুর দিকে রাখুন।