দলের প্রার্থী তালিকায় নারাজ কর্মীদের হামলা বিজেপি নেতার বাড়ি

শাসক দলের পর এবার বিজেপি (BJP), পুরভোটের আবহে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হল গেরুয়া শিবির। জানা গিয়েছে, এবার টিকিট না মেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে উঠল। টিকিট…

শাসক দলের পর এবার বিজেপি (BJP), পুরভোটের আবহে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হল গেরুয়া শিবির। জানা গিয়েছে, এবার টিকিট না মেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে উঠল। টিকিট না পেয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা খড়গপুর পৌরসভা নির্বাচনের কনভেনার তুষার মুখার্জির বাড়িতে হামলা চালালো বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা ।

দলীয় সূত্রে খবর, এলাকারই শক্তি কেন্দ্র প্রমুখ সৌমেন দাস স্ত্রীকে টিকিট না দেওয়া সৌমেন দাস ও তার অনুগামী, বিক্ষুব্ধ বিজেপির কর্মী-সমর্থকেরা কয়েকজন মহিলা মিলে বিজেপির এই নেতার বাড়িতে ব্যাপক হামলা চালায় । ভেঙ্গে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ি বাড়ির কাচ, ব্যাপক ইটবৃষ্টি চালানো হয়। ঘটনাকে ঘিরে আতঙ্কে ওই বিজেপি নেতার পরিবারের লোকেরা । রাতেই ওই বিজেপি নেতা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তদন্ত করে যায় ।

ঘটনার বিষয়ে নেতা তুষার মুখার্জি জানান, শক্তি কেন্দ্র প্রমুখ সৌমেন দাস বিলু আগেই জানিয়ে দিয়েছিল তার স্ত্রীকে টিকিট না দিলে অবস্থা খারাপ করে দেওয়া হবে। এবার সেই হুমকিকে বাস্তবে রূপায়িত করে মধ্যরাত্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর তার বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। ওই নেতা জানিয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়েছে।