বীরভূমে শাহর সভায় লোক আনতে মরিয়া BJP, মুচকি হাসি দুধকুমারের

তীব্র গরম। বীরভূমের বিস্তির্ণ অংশে ভোর থেকেই চৈত্র সংক্রান্তির সূর্যের তাপে ঝলসানি শুরু হয়েছে। এর মাঝে অমিত শাহর সভায় গরম জেলা রাজনীতি। শুক্রবার সিউড়িতে সভা…

Amit Shah

তীব্র গরম। বীরভূমের বিস্তির্ণ অংশে ভোর থেকেই চৈত্র সংক্রান্তির সূর্যের তাপে ঝলসানি শুরু হয়েছে। এর মাঝে অমিত শাহর সভায় গরম জেলা রাজনীতি। শুক্রবার সিউড়িতে সভা করবেন শাহ। সভায় থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শাহর সভার পরেই সিউড়িতে জনসভার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। রবিবার হতে পারে সেই সভা।

সিউড়িতে শাহর সভায় লোক আনতে মরিয়া রাজ্য বিজেপি নেতারা। তবে জেলায় সংগঠন খারাপ তাও ঠারে ঠোরে মেনে নিয়েছেন নেতারা। বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, পঞ্চায়েত ভোটে বীরভূমে সিপিআইএমের সাথে মূল লড়াই হবে তৃণমূলের। প্রধান বিরোধী দলের এই বিশ্লেষণের সাথে একমত শাসক দল তৃণমূল। জেলা সিপিআইএম জানাচ্ছে, শাসক ও বিরোধী দুই শিবির ছেড়ে বাম শিবিরে ক্রমাগত যোগদান চলছে।

বীরভূম সহ বেশ কয়েকটি জেলায় দলীয় কর্মীদের বসে যাওয়ার নির্দেশ দিয়ে রেখেছেন দুধকুমার মণ্ডল। বারবার তার মান ভাঙানোর চেষ্টা করেছেন রাজ্য বিজেপি নেতারা। মান ভাঙেনি দুধকুমারের। গত পুরভোটে বীরভূম সহ রাজ্যে ভোটের নিরিখে তৃতীয় স্থানে নেমে যাওয়া বিজেপির সামলে পঞ্চায়েত ভোট কঠিন চ্যালেঞ্জ বলে দলীয় রিসোর্ট চলে গিয়েছে দিল্লিতে। সেই রিপোর্ট ধরেই বারবার রাজ্য নেতাদের চাঙ্গা করতে আসছেন অমিত শাহ।