বিদ্যুৎ বিলের জন্য এসি চালাতে ভয়! কিছু নিয়ম মেনে চললেই কমে যাবে বিদ্যুতের বিল

ইতিমধ্যেই রাজ্যে বাড়তে শুরু করেছে পারদ, দক্ষিণবঙ্গে প্রায় প্রতিটি জেলায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই। স্বাভাবিক ভাবেই নাজেহাল সাধারণ মানুষ। সারাদিন বাইরে কাজ করতে হয় মাথায় রোদ নিয়ে, বাড়ি এসেও স্বস্তি নেই কারণ বাইরের প্রখর তাপমাত্রা ঘরের ভেতর কেউ উত্তপ্ত করে তুলছে

AC electricity bill

ইতিমধ্যেই রাজ্যে বাড়তে শুরু করেছে পারদ, দক্ষিণবঙ্গে প্রায় প্রতিটি জেলায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই। স্বাভাবিক ভাবেই নাজেহাল সাধারণ মানুষ। সারাদিন বাইরে কাজ করতে হয় মাথায় রোদ নিয়ে, বাড়ি এসেও স্বস্তি নেই কারণ বাইরের প্রখর তাপমাত্রা ঘরের ভেতর কেউ উত্তপ্ত করে তুলছে।

এই গরমের হাত থেকে মুক্তি পেতে ইলেকট্রনিক্স এর দোকানে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেছেন এসি কেনার জন্য। তবে অনেকেই ভাবলেন এসি মানেই বিদ্যুতের পাহাড় কারণ বাড়ির অন্যান্য বৈদ্যুতিক উপকরণের তুলনায় শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র অনেকটাই বেশি বিদ্যুৎ অপচয় করে। ঠিক সেই কারণে বাড়িতে এসে থাকলেও অনেকেই বিদ্যুৎ বিলের কথা মাথায় রেখে এসি চালাতে ভয় পান।

তবে কিছু পদ্ধতি মেনে চললেই আগের থেকে অনেকটাই কম আসবে। সাধারণত গ্রীষ্মকালে বাইরে তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি কাছাকাছি এবং একইভাবে ঘরের ভেতরে তাপমাত্রা থাকে ৩০ ডিগ্রী থেকে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। তাই প্রথমেই মাথায় রাখতে হবে আপনার শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রটি ঠিক কত ডিগ্রী সেলসিয়াসে চলছে। কারণ অনেকেই আছেন যারা মনে করেন এসির তাপমাত্রা ১৬ ডিগ্রী কিংবা ১৮ ডিগ্রীতে রাখলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে যার ফলে বিদ্যুতের বিল বেশি খরচ হয়।

বিশেষজ্ঞরা বলছেন বাইরে তাপমাত্রা থেকে ১০ ডিগ্রী এর কম রাখলে বিদ্যুতের বিল অপেক্ষাকৃত অনেকটাই কম আসে তাই এসে তাপমাত্রা রাখুন 24 কিংবা ২৬ ডিগ্রী সেলসিয়াস। ঠিক একইভাবে বেশি টাইমার অন করুন যার ফলে নির্দিষ্ট সময় অন্তর আপনার এসি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। কারণ আপনার বাড়ি রেশি যতক্ষণ চলবে ঠিক ততক্ষণই চলবে এসির কম্প্রেসার যার ফলে বিদ্যুতের বিল বাড়বে, তাই ঘর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এসি বন্ধ করে দেওয়া বাঞ্ছনীয়।