সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই বাঙালির নববর্ষ। ঠিক একই সাথে পাল্লা দিয়ে বাড়তে শুরু করে গরম, তবে চলতি মরশুমে ইতিমধ্যেই রাজ্যের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শুধু তাই নয়, রীতিমতো গায়ে জ্বালা ধরছে রোদে বেরোলে। সেই সাথে মুখে অসহ্য জ্বলন এবং শরীরে ঘামাচির উপদ্রব তো আছেই।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ঘামাচি আসলে শরীরের রোমকূপ থেকে বেরিয়ে আসে। কিন্তু অনেক সময় সেই রোমকূপ বন্ধ হয়ে গিয়ে ত্বকের বিষাক্ত পদার্থ বেরিয়ে আসতে পারে না। ফলে সেই সমস্ত জায়গা ফুলে গিয়ে ঘামাচির আকার নেই। সেই সাথে অসহ্য চুলকানি এবং জ্বালা।
তবে ঘামাচি থেকে রেহায় পেতে অনেকেই বাজার চলতি নানান রকম লোশন ব্যবহার করেন যা একেবারেই শরীরের পক্ষে উপকারী নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ঘামাচি থেকে মুক্তি পেতে দিনে অন্তত দুবার স্নান করার পরামর্শ দিচ্ছেন তারা। একই সাথে জলে মিশিয়ে নিতে হবে নিম পাতা কিংবা গোলাপ জল।
যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে, ফলে ত্বক শীতল থেকে। সেই সাথে ঘামাচির থেকে মুক্তি মেলে সহজেই। অন্যদিকে ঘামাচি থেকে মুক্তি পেতে বরফের ব্যবহার করতে বলছেন তারা, কারণ বরফ ঘামাচি নষ্ট করতে সাহায্য করে। অন্যদিকে বাজার চলতি লোশনের বদলে অ্যালোভেরা জেলের ওপরে ভরসা রাখতে বলছেন তারা।