বীরভূমে ভাঙছে বিজেপির সংগঠন, দুধকুমারের নির্দেশে দল থেকে মুখ ফেরাচ্ছেন তাবড় নেতারা

বীরভূমে (Birbhum) দলের সংগঠনের ফাটল ক্রমশ বড় হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সূত্রের খবর জেলার অন্যতম দাপুটে নেতা দুধকুমার মণ্ডলের পরামর্শের পরেই বিজেপির পদ ছাড়লেন দুবরাজপুরের…

Dudhkumar Mandal

বীরভূমে (Birbhum) দলের সংগঠনের ফাটল ক্রমশ বড় হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সূত্রের খবর জেলার অন্যতম দাপুটে নেতা দুধকুমার মণ্ডলের পরামর্শের পরেই বিজেপির পদ ছাড়লেন দুবরাজপুরের মণ্ডল সভাপতি করুণাময় মুখ্যোপাধ্যায়। বুধবার ফেসবুক পোস্ট করে পদত্যাগ করেন তিনি। গত রবিবার বিজেপির সমস্ত কর্মসূচি থেকে দলের কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন দুধকুমার মণ্ডল।

কিন্তু কেন দুধকুমারের আচরণে এহেন পরিবর্তন। একটি ফেসবুক পোস্টে নিজেই জানিয়ে দিয়েছেন সেকথা। তিনি জানিয়েছিলেন, জেলা থেকে ব্লক কমিটি আমার সাথে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যারা ভালোবাসেন তারা চুপচাপ বসে যান। তাঁর এই পোস্টের পরেই জল্পনা শুরু হয়েছে।

দলকে এবিষয়ে আগেই সাবধান বার্তা দিয়েছিলেন অনুপম হাজরা। তিনি নিজের ট্যুইটারে লেখেন, দুধকুমার দার মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের। বর্তমানে যারা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধ কুমার মন্ডলের মতো পুরনো মানুষ যারা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা।

তাহলে কি কিছু আঁচ করতে পেরেছিলেন অনুপম। কারণ তার ঠিক চারদিনের মাথায় দুধুকুমারের মন্তব্যের প্রতিক্রিয়া পেল বিজেপি। দলের এক নেতার ইস্তফা ঘিরে শোরগোল পড়ে গেছে। মনে করা হচ্ছে, দুধকুমারের হাত ধরেই পঞ্চায়েত নির্বাচনের আগে তাসের ঘরে মতো ভেঙে পড়বে বিজেপি। এর দায় কী রাজ্যের নেতাদের? কারণ, জেলা সভাপতি গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় বিক্ষুব্ধের সংখ্যা বাড়তে শুরু করেছিল, তখন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন নীচু তলার কর্মীরা। রাজ্য কমিটিতে থেকে এখন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন কেউ কেউ। আগামী পঞ্চায়েত নির্বাচনে কীভাবে এই দলীয় কোন্দল সামলায় বিজেপি, তা দেখার।