সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে বিপুল পরিবর্তন আনল সরকার

  আবারও বড় সিদ্ধান্তের পথে হাঁটল উত্তরপ্রদেশ সরকার। সম্পত্তি হস্তান্তরের নিয়মের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল যোগী সরকার। আর কোনও স্ট্যাম্প ডিউটি দিতে হবে না।…

 

আবারও বড় সিদ্ধান্তের পথে হাঁটল উত্তরপ্রদেশ সরকার। সম্পত্তি হস্তান্তরের নিয়মের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল যোগী সরকার। আর কোনও স্ট্যাম্প ডিউটি দিতে হবে না। এখন সম্পত্তি আত্মীয়দের কাছে হস্তান্তর করার সময়, কেবল আপনাকে ৫০০০ টাকা দিতে হবে।

সেই সঙ্গে ১ হাজার টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। এই নিয়মের মধ্যে রয়েছে বাবা, ছেলে, মেয়ে, মা, ভাই, বোন, নাতি, নাতি ইত্যাদির মতো আত্মীয়-স্বজন।

আগের নিয়ম অনুযায়ী কোনও আত্মীয়ের কাছে সম্পত্তি হস্তান্তর করার সময় শুল্ক হিসেবে ৭ শতাংশ স্ট্যাম্প জমা দিতে হত। নিয়ম বদলের পর এখন যাঁরা নিজের সম্পত্তি পুত্র, কন্যা, ভাই, স্ত্রী, স্বামী ইত্যাদিকে হস্তান্তর করতে চান, তাঁরা বড় সুবিধা পাবেন।

আগে কোনও ব্যক্তি নিজের সম্পত্তি অন্য কারও কাছে বিক্রি করলে তাঁকে কর ও স্ট্যাম্প ডিউটি দিতে হত। সেই সঙ্গে কোনও আত্মীয়কে সম্পত্তি হস্তান্তর করলে আগে স্ট্যাম্প ডিউটি দিতে হত, কিন্তু এখন নিয়ম বদলের পর আর স্ট্যাম্প ডিউটি দিতে হবে না।

উল্লেখ্য, উচ্চ স্ট্যাম্প ডিউটির কারণে মানুষ তাদের সম্পত্তি তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা থেকে বিরত থাকে। পরিবর্তে, তিনি তার সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি তার আত্মীয়দের কাছে হস্তান্তর করত। তবে সরকারের এহেন নিয়ম বদলের পর সরকার ও জনগণ উভয়েই বড় ধরনের সুবিধা পাবে।