বাজেট অধিবেশনে ‘অসহযোগিতা’র ইঙ্গিত বিজেপির

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৭ মার্চ থেকে। অধিবেশন নিয়ে জটিলতা কম ছিলনা। তবে ৭ তারিখ থেকেই শুরু হচ্ছে অধিবেশন। দুপুর ২ টোয়…

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৭ মার্চ থেকে। অধিবেশন নিয়ে জটিলতা কম ছিলনা। তবে ৭ তারিখ থেকেই শুরু হচ্ছে অধিবেশন। দুপুর ২ টোয় বক্তৃতা রাখবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবারের অধিবেশনেও অসহযোগীতা করতে পারে বঙ্গ বিজেপি। 

বিধানসভার বাজেট অধিবেশন শুরু করার আগে দুটি বৈঠকের ডাক দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। জানা গেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুটি বৈঠক বয়কট করবে বিজেপি। 

আরও পড়ুন: যুদ্ধ আবহে বেলারুশে বৈঠকে রাশিয়া-ইউক্রেন

শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুকুল রায়কে এখনো বিধানসভার পিএসি পদে রেখে দেওয়া হয়েছে। অনৈতিক কাজ করছে শাসক দল।‌। তাদের এই দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ATK Mohun Bagan: ফাল্গুনে বাগানে বসন্ত আনলেন কৃষ্ণা

গতবছর বাজেট অধিবেশনেও বিরোধীদের শোরগোলে হইচই শুরু হয় বিধানসভায়।‌ রাজ্যপাল জগদীপ ধনখড় সেসময় বক্তৃতা রাখতে পারেননি। তাঁকে মাঝ সভা থেকেই বেরিয়ে যেতে হয়েছিল। গতবছর ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিল বিজেপি। রাজ্যপাল নিজেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবারের বৈঠক বয়কটের পর বিজেপির পদক্ষেপ কি হতে পারে তা নিয়েই কৌতুহল রাজনৈতিক মহলে।