যুদ্ধ আবহে বেলারুশে বৈঠকে রাশিয়া-ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখন বেলারুশে আলোচনা চলছে। বৈঠক চললেও ইউক্রেনে রুশ হামলা বন্ধ হয়নি।  সোমবার বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা…

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখন বেলারুশে আলোচনা চলছে। বৈঠক চললেও ইউক্রেনে রুশ হামলা বন্ধ হয়নি। 

সোমবার বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আরও একটি আলোচনা হয়েছে। সেই আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। আর রাশিয়ার দলে নেতৃত্ব দেন প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমিন মেদেনস্কি। 

এবারের বৈঠক নিয়েও আশাবাদী নয় বিশ্ব। আন্তর্জাতিক মহল মনে করছে, বৈঠক হলেও রাশিয়ার হামলা থামবে না।

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। কিন্তু ইউক্রেনের সামরিক পরিকাঠামো ধ্বংস করার প্রচেষ্টা চলবে।

ইতিমধ্যে, রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর একটি তদন্ত শুরু করেছে যা যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ বা গণহত্যার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।  আইসিসির প্রসিকিউটর করিম খান বলেন, “প্রমাণ সংগ্রহে আমাদের কাজ এখন শুরু হয়েছে।”