Hanskhali: হাঁসখালি যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল

নদিয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনাকে ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক রঙ। এরই মাঝে এবার হাঁসখালির উদ্দেশে রওনা দিল বিজেপির তথ্য অনুসন্ধান কমিটি।…

BJP

নদিয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনাকে ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক রঙ। এরই মাঝে এবার হাঁসখালির উদ্দেশে রওনা দিল বিজেপির তথ্য অনুসন্ধান কমিটি।

বিজেপি সূত্রে খবর, হাঁসখালি থেকে ফিরে এই কমিটি গণধর্ষণ-খুনের অভিযোগ নিয়ে রিপোর্ট জমা দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে। নদিয়ার হাঁসখালির নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই আগামী ২ মে তদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দেবে।মামলার সমস্ত রিপোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

নদিয়ার হাঁসখালি ১ ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার ছেলের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ধর্ষণের জেরে অতিরিক্ত রক্তপাতে মৃত্যু হয় ওই নাবালিকার। পরিবারের আরও অভিযোগ, মৃত্যুর পর নাবালিকার দেহ জোর করে দাহ করায় ওই তৃণমূল নেতা। আর নেতার ছেলে বলে পুলিশও প্রথমে অভিযোগ নিতে চায়নি। এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে যৌন নির্যাতন, খুন, তথ্যপ্রমাণ লোপাটের মামলা রুজু করা হয়। সেই সঙ্গে পকসো আইনেও মামলা দায়ের করা হয়।

এদিকে এই ঘটনায় মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়েও বিতর্ক চরমে পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেছেন, ‘বিষয়টি খুন নাকি ধর্ষণ নাকি লাভ অ্যাফেয়ার তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ছেলেটির নাকি মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল। ইজ ইট আ ফ্যাক্ট?’ যদিও মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে তৃণমূল শিবিরে দুটি ভাগ চোখে পরছে বলে দাবি বিশিষ্ট মহলের।

বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে এহেন ঘটনা লজ্জাজনক। অন্যদিকে কুণাল ঘোষ বলেন, ‘ধর্ষণ খারাপ ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন। মমতার নেতৃত্বে বাংলার মহিলারা সুরক্ষিত। হাথরস, উন্নাওয়ে নির্যাতিতার বাড়ির লোককেও খুন করা হয়েছে। কারা করেছেন সবাই জানে। কিন্তু মমতার নেতৃত্বে বাংলার মহিলারা সুরক্ষিত রয়েছে। হাঁসখালির ঘটনার সঙ্গে জড়িতদের ছাড়া হবে না। এখানে কাউকে আড়াল করা হচ্ছে না। বিরোধীদের বলব এই নিয়ে রাজনীতি করবেন না।’