Ukraine War: ইউক্রেনের হামলায় রুশ রণতরী মোস্কভা ডুবল কৃষ্ণ সাগরে, আলোড়িত বিশ্ব

ইউক্রেন যুদ্ধে (Ukraine War) সর্বাধিক ক্ষতির মুখে পড়ল রাশিয়া। তাদের বিশ্বশ্রেষ্ঠ নৌ বাহিনীর উপর এসেছে মারাত্মক আঘাত। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণ হওয়ার পর অবশেষে ডুবে…

ইউক্রেন যুদ্ধে (Ukraine War) সর্বাধিক ক্ষতির মুখে পড়ল রাশিয়া। তাদের বিশ্বশ্রেষ্ঠ নৌ বাহিনীর উপর এসেছে মারাত্মক আঘাত। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণ হওয়ার পর অবশেষে ডুবে গেল আলোচিত রুশ রণতরী (Moskva) মোস্কভা। রুশ প্রতিরক্ষা মন্ত্রক উদ্ধৃত করে সংবাদ সংস্থা তাস (Tass News) জানাচ্ছে এই খবর।

এই সেই মোস্কভা রণতরী যেটি ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বিতর্কিত। ইউক্রেন সরকার দাবি করেছে, মোস্কভা ডুবিয়ে দেওয়া তাদের বিরাট সাফল্য। আন্তর্জাতিক মহল আলোড়িত। কারণ, বাল্টিক ও কৃষ্ণ সাগরে রুশ নৌ বাহিনীকে ধাক্কা দেওয়ার ক্ষমতা এতদিন কারোর নেই বলেই মনে করা হতো। ইউক্রেন সেই ধারণা ভেঙেছে।

বিশ্ববিখ্যাত রুশ নৌবাহিনীর উপর এমন বড় আঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বলেই মনে করা হচ্ছে।

টার্গেট মোস্কভা রণতরী

বিবিসি জানাচ্ছে, ইউক্রেনে সেনা অভিযান শুরু করার পরদিনই দেশটির স্ন্যাক আইল্যান্ডে রাশিয়ার নৌবাহিনী হামলা করেছিল। এই হামলা করতে গিয়েছিল মোস্কভা যুদ্ধ জাহাজ। রুশ নৌবাহিনীর তরফে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের অনুরোধ করা হয়। কিন্তু ওই ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ না করে রুশ যুদ্ধাজাহাজ মোস্কভার নাবিকদের গালাগাল দেয়। ওই সময় রুশ কমান্ডারকে উদ্দেশ্য করে একজন সেনা বলে, গো ফা** ইউরসেলফ। এর পরেই হামলা করেছিল মোস্কভা। প্রাথমিকভাবে খবর বের হয় গালাগাল দেওয়ায় সেই ইউক্রেনীয় সেনাদের মেরে ফেলেছে রুশ বাহিনী। পরে জানা যায় সেই ইউক্রেনীয় সেনাদের আটক করে রাশিয়ার নৌ বাহিনী।

সেই আলোচিত রুশ যুদ্ধ জাহাজ হলো মোস্কভা। ইউক্রেনের তরফে এই রণতরী ধংসের দাবি করা হতেই আন্তর্জাতিক মহল সরগরম। রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই জাহাজটিতে থাকা সকল  নাবিক ও সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।  যুদ্ধ জাহাজটিতে ১৬টি জাহাজ বিধ্বংসী ‘ভুলকান’ ক্ষেপণাস্ত্র ছিল। যেগুলো ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ১২ হাজার ৫০০ টন ওজনের জাহাজটিতে ৫১০ জন ছিলেন।