নিজের বুথেই গো হারান হারল পদ্মফুলের শান্তনু

দিন কয়েক আগে যেখানে ফুটত পদ্ম আজ সেখানেই ঘাস ফুল। মঙ্গলবার এই ঘটনাই দেখল ঠাকুর নগর এলাকা। পঞ্চায়েতে ভোটে নিজের জায়গায় শাসক দলের কাছে হারলেন…

দিন কয়েক আগে যেখানে ফুটত পদ্ম আজ সেখানেই ঘাস ফুল। মঙ্গলবার এই ঘটনাই দেখল ঠাকুর নগর এলাকা। পঞ্চায়েতে ভোটে নিজের জায়গায় শাসক দলের কাছে হারলেন বিজেপির কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তুনু ঠাকুর ।

মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল বেরতেই দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর আর তার বিধায়ক দাদা সুব্রত ঠাকুরের নিজের এলাকায় হেরেছে।

গাইঘাটা ব্লকের ইছাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪২ নম্বর বুথে শাসক দলের কাছে হেরে গিয়েছে বিজেপি । ওই কেন্দ্রে তৃণমূলের রিতা মণ্ডলের কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী শ্রেষ্ঠা মৃধা।

গেরুয়া শিবিরের অভিযোগ, রাতের অন্ধকারে জাল ব্যালট পেপার ছাপিয়ে চক্রান্ত করে বিজেপি প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে । ‘তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ঠাকুর বাড়িতে হেনস্থার অভিযোগ তুলে যোগ্য জবাবের পক্ষেই সাওয়াল করা হয়েছে। ফলাফল নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির ।

প্রসঙ্গত, ২০১৯- র লোকসভা থেকে শুরু ২০২১ -এর বিধানসভা নিজের গড়ে শাসক তৃণমূলকে ভোটে হারিয়েছিলেন তিনি । ২০২১ এর বিধানসভা ভোটে পার্শ্ববর্তী বেশ কয়েকটি বিধানসভাতেও মতুয়া ভোট নিজের গড়ে আনতে সমর্থ হয়েছিলেন ঠাকুর বাড়ির দুই ভাই সুব্রত ও শান্তুনু। কিন্তু এবার নিজের বুথেই এই পরাজয়।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা ভোট-হিংসার মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কেন এখনও হিংসা চলছে, কেন মানুষ মার খাচ্ছে, প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মন্তব্য করেন যে ভোটে যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের ভবিষ্যৎ, মামলার ভবিষ্যতের ওপর নির্ভর করবে। রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পর্যাপ্ত নয় জানায় হাইকোর্ট।