Mamata Banerjee: রক্তাক্ত পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল, মমতা লিখলেন ‘শান্তি’ কবিতা

পঞ্চায়েত ভোটে ফলপ্রকাশের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন ‘শান্তি’র কবিতা। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূলের মুখপাত্র ‘জাগো বাংলা’য় কবিতা প্রকাশ হয়েছে।আর ফলা প্রকাশের পর নবান্ন থেকে সাংবাদিক…

Mamata Banerjee

পঞ্চায়েত ভোটে ফলপ্রকাশের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন ‘শান্তি’র কবিতা। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূলের মুখপাত্র ‘জাগো বাংলা’য় কবিতা প্রকাশ হয়েছে।আর ফলা প্রকাশের পর নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি সবসময়ই শান্তি, সম্প্রীতিতে বিশ্বাসী। সর্বধর্ম, সর্ববর্ণের মানুষ নিয়ে চলার কথাই তিনি সবসময় বলেন।

মমতার কথায়, “জাগো বাংলায় আজ আমার একটা কবিতা বেরিয়েছে ‘শান্তি’। আমার যত কবিতা ‘কবিতাবিতানে’ আপনারা দেখবেন, সিংহভাগেই আমি সবসময় শান্তি, সম্প্রীতি, সংহতি, সংস্কৃতি, সভ্যতা নিয়ে কলম ধরেছি। ঔদ্ধত্য জীবনের উপহার নয়/ নমনীয়তা জীবনের অলঙ্কার/ অহংকার প্রাণের শেষ কথা নয়, মিঠেভাষা সভ্যতার জোয়ার।”

   

মুখ্যমন্ত্রী বলেন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, একটা আরশোলা দেখা গেলেও সংবাদমাধ্যমে তা বিশাল করে দেখানো হতো। “আমার সঙ্গে আপনাদের কীসের ঝগড়া? কিসের বিদ্বেষ, কিসের রাগ? আমি একজন সাধারণ পরিবারের মেয়ে বলে? নাকি আমি দরিদ্র সমাজের প্রতিনিধিত্ব করি বলে?”

শান্তি কবিতায় মমতার কলমে উঠে এসেছে, “চেতনা যেমন, চেতনা আনে/ বিবেক আবেগ আনে/ কথার ভাষা কথার আদরে/ ভাষা সংস্কৃতিকে জানে/ মাটির পৃথিবীর কাছাকাছি বাস্তবে থাকতে হলে/ মাটির মাঝারে মানুষ সত্য/ অহংকারকে যেতে হবে ভুলে।”