Birbhum: সিবিআই জেরার মুখে ‘শিবভক্ত কেষ্টদা’ অসুস্থ, পাহাড়েশ্বরের পুজো তৃণমূলের

দুবরাজপুরের বিখ্যাত মামা ভাগ্নে পাহাড়ের উপর পাহাড়েশ্বর মন্দিরে বিশুদ্ধ সংস্কৃত মন্ত্রে অনুব্রত মণ্ডলের শারীরিক কুশল কামনা করে পুজো দিলেন বীরভূম (Birbhum) তৃণমূল কংগ্রেস সমর্থকরা। আয়োজন…

দুবরাজপুরের বিখ্যাত মামা ভাগ্নে পাহাড়ের উপর পাহাড়েশ্বর মন্দিরে বিশুদ্ধ সংস্কৃত মন্ত্রে অনুব্রত মণ্ডলের শারীরিক কুশল কামনা করে পুজো দিলেন বীরভূম (Birbhum) তৃণমূল কংগ্রেস সমর্থকরা।

আয়োজন কি আগেই তৈরি ছিল? একটু থমকে গিয়ে টিএমসি সমর্থক পিন্টুর দাবি, কেষ্টদা’কে ভালোবাসি তাই পুজো করলাম। উনি সুস্থ হন দ্রুত।

গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে জেরা করতে মরিয়া সিবিআই।আগে বারবার অসুস্থ হয়ে জেরা এড়িয়েছেন তিনি। তবে আদালত রক্ষাকবচ আবেদন নামঞ্জুর করায় অনুব্রত মণ্ডল এবারের হাজিরায় যাবেন বলে কলকাতায় মঙ্গলবার পৌঁছে যান। বুধবার হাজিরার ঠিক আগেই অসুস্থ হন। তাঁর চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে।

অনুব্রত মণ্ডলের আইনজীবীরা সিবিআইকে জানান,অসুস্থতার কারণে মক্কেল নিজাম প্যালেসে আসতে পারবেন না।

অন্যদিকে বীরভূম জুড়ে টিএমসি মহলে খানিকটা স্বস্তি। কারণ কেষ্টদা হাসপাতালে! জেলা টিএমসি নেতাদের কেউ কেউ বলছেন, কেষ্টদা সিবিআই এড়াতে পারলেই দলের পক্ষে ভালো হবে।

এসবের মাঝে দুবরাজপুরের বিখ্যাত পাহাড়েশ্বর মন্দিরে টিএমসির নেতা সমর্থকরা পুজো করলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদার জন্য। রীতিমতো আয়োজন করে পুজো হলো। শিবভক্ত কেষ্টদার জন্য পাহাড়েশ্বরের পুজো করা হয়েছে বলে জানান তারা।

গোরু পাচার মামলায় মুখ্যমন্ত্রী তথা টিএমসি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অনুব্রতর গ্রেফতারির আশঙ্কা করছেন। বীরভূম জেলা টিএমসি মহলের গুঞ্জন, কেষ্ট দা’র (অনুব্রত) বুক কাঁপছে। তিনি সিঁটিয়ে আছেন। তাঁর শরীর ভালো নয়, যে কোনও সময় অসুস্থ হয়ে পড়তে পারেন।

গোরু পাচার মামলার সূত্র ধরে বীরভূম জেলা থেকে কয়লা ও বালি পাচার সংযোগের সূত্র খুঁজছে সিবিআই। এই কয়লা ও বালি পাচারের বখরা নিয়ে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বে রামপুরহাটের বগটুই গ্রামে হয়েছে গণহত্যা। সরকারি হিসেবে ৯ জন মৃত। বেসরকারি হিসেবে ১২-১৪ জনকে কুপিয়ে ও পুড়িয়ে খুন করা হয়। গণহত্যা এই তদন্তের সূত্র নিতে সিবিআই তদন্ত চালাচ্ছে বগটুই গ্রামে। নিহতদের পরিবারের তরফে অনেকেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মন্তব্য করেছেন।