কেষ্টর খাস তালুক বোলপুরে তৃণমূল ত্যাগে হুড়োহুড়ি। প্রবল গরমে (Birbhum) বীরভূম কাঠ। তার মাঝে বারবার শাসক দল তৃ়ণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বাম শিবিরে যোগদান চমক তৈরি করছে। সোমবারও কয়েকশো টিএমসি সমর্থক সিপিআইএমে (CPIM) সামিল হয়ে গেলেন। দূর থেকে সব দেখলেন টিএমসি নেতারা।
‘চোর তৃ়ণমূল’ শব্দে ততক্ষণে কাঁপছে দল্যতাগীদের জন্য তৈরি মঞ্চের চারপাশ। সিপিআইএমের পতাকা হাতে তুলে নিলেন সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করা সবাই।
সিপিআইএম বীরভূম জেলা কমিটি জানাচ্ছে, “বোলপুরের শ্রীনিকেতনে রূপপুর, সাত্তোর ও রায়পুর পঞ্চায়েতের কয়েকশো তৃনমুল-বিজেপির নেতা কর্মী লাল পতাকা হাতে তুলে নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর আদর্শ গ্রহন করে যোগদান করেন।”
গোরু পাচার তদন্তে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট এখন তিহার জেলে বন্দি। তার গ্রেফতারির পর থেকে বীরভূম জুড়ে চলছে তৃণমূল থেকে সিপিআইএমে যোগদান পর্ব। এদিকে কেষ্টহীন বীরভূমে দলীয় সংগঠন নিজ দায়িত্বে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বীরভূম জেলা সিপিআইএম জানাচ্ছে, দলত্যাদের আরও ঘটনা ঘটবে এই জেলায়। অনুব্রত মণ্ডলের ভয়ের রাজত্ব শেষ। গ্রামাঞ্চলের মানুষ তাদের পুরনো দলকেই বেছে নিচ্ছেন।