Birbhum: কেষ্টহীন বীরভূমে বাম হুঁশিয়ারি, লাঠি-ঝাঁটা নিয়ে ‘তৃণমূল দলদাস’ পুলিশকে তাড়ান

গোরু পাচার মামলায় দিল্লির তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল। আর ‘কেষ্টদা’ বিহীন বীরভূম (Birbhum) জেলা তৃ়ণমূল কংগ্রেস (TMC) নেতারা দিশেহারা বলে সাংগঠনিক রিপোর্ট পাচ্ছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গোরু পাচার মামলায় দিল্লির তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল। আর ‘কেষ্টদা’ বিহীন বীরভূম (Birbhum) জেলা তৃ়ণমূল কংগ্রেস (TMC) নেতারা দিশেহারা বলে সাংগঠনিক রিপোর্ট পাচ্ছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এই জেলায় দলীয় সংগঠন দেখছেন। এই পরিস্থিতিতে জেলা (CPIM) সিপিআইএমের তরফে এল গরম বার্তা। পুলিশের ওপর হামলার নিদান দিয়ে এবার বিতর্কে জড়ালেন দুবরাজপুরের সিপিআইএম নেতা অরুণ মিত্র।

দুবরাজপুর থানায় পুলিশের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি থেকে বাম নেতা বলেন, পুলিশ রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে। পুলিশের বিরুদ্ধে গ্রামে গ্রামে জোট বাঁধুন। বিনা কারণে ধরতে এলে লাঠি, ঝাঁটা দিয়ে পুলিশকে তাড়ান। তিনি বলেন পুলিশ-প্রশাসন যদি এক দিনের জন্য তৃণমূলের পাশ থেকে সরে যায় তা হলে দলটা উঠে যাবে। পুলিশের উপর নির্ভরশীল তৃণমূল।

সিপিআইএম নেতা বলেছেন, জেলা পুলিশ তৃণমূলের পক্ষে কাজ করে। তৃণমূলের যারা মস্তান আছে, তাদের কথায় ওঠাবসা করে এখানকার ওসি। একই জিনিস করছেন সদাইপুরের ওসি। পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে বাম নেতার মন্তব্য, গ্রামে জোট বাঁধুন।