Kunal Ghosh: বাংলায় বিশ বাঁও জলে ইন্ডিয়া জোট! বাম, কংগ্রেসকে বিজেপির এজেন্ট বললেন কুণাল ঘোষ

লোকসভা ভোটের মুখর ফের একবার নতুন করার বড় দাবি করে বসলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। নতুন করে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে বড় মন্তব্য করেছেন কুণাল।…

লোকসভা ভোটের মুখর ফের একবার নতুন করার বড় দাবি করে বসলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। নতুন করে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে বড় মন্তব্য করেছেন কুণাল।

সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে ২৪-এর লোকসভা ভোটে বাংলায় দকাই লড়বে তৃণমূল। অর্থাৎ বাংলায় কোনওরকম ইন্ডিয়া জোটের ছায়াও যে পড়বে না তা তিনি স্পষ্ট জানিয়ে দেন। এদিকে এরপর থেকেই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু করার দেয়। এই নিয়ে বিজেপি বা অন্যান্য কিছু দল ইন্ডিয়া জোট, তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণও করে। কিন্তু এবার এই বিষয়ে আরও কিছুটা খোলসা করলেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ।

আজ রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেছেন, “ইন্ডিয়া জোট আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এই ‘ইন্ডিয়া’ নামটিও মুখ্যমন্ত্রী দিয়েছেন। জাতীয় স্তরে আমরা ইন্ডিয়া জোটের সঙ্গে আছি, কিন্তু পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস এবং সিপিএম বিজেপির এজেন্ট হয়ে উঠেছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো সংগঠন ওদের নেই, কিন্তু বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য ওরা তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করে, আর তাই বাংলায় তৃণমূল ৪০টি আসনেই বিজেপি, কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে লড়বে।”