Rrecruitment Scam: তদন্তের গতি স্তব্ধের চেষ্টায় কুন্তল বিষয়ে কড়া পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য জোর দিচ্ছে তদন্তকারী সংস্থা। নিম্ন আদালতের বিচারকের কাছে এই অভিযোগ জানানোর পর বুধবার হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন তিনি

Kolkata High Court Judge Abhijit Gangopadhyay during a CBI investigation

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য জোর দিচ্ছে তদন্তকারী সংস্থা। নিম্ন আদালতের বিচারকের কাছে এই অভিযোগ জানানোর পর বুধবার হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বুধবার সে বিষয়ে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, কুন্তলের অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত এবং পুলিশ তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না।

একই সঙ্গে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, বুধবারের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে কুন্তলের অভিযোগপত্র কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। তা ছাড়া প্রেসিডেন্সি জেল সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় যে কুন্তলের যে অভিযোগপত্র গিয়েছে সেটা আদালতে পেশ করতে হবে খোদ কলকাতার পুলিশ কমিশনারকে। বুধবার দুপুর ৩ টের মধ্যে তা পেশ করার নির্দেশ দেন বিচারপতি।

প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা। এর ফলে তদন্ত প্রভাবিত হতে পারে। এমনটাই এদিন ইডির তরফে আদালতে জানানো হয়েছে। যা দেখে বিচারপতির বক্তব্য, এটা মারাত্মক প্রবণতা। তাঁর সংযোজন, তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এসব করা হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে এ সব বন্ধ করতে হবে। এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে একাধিক তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। যেভাবে সারা রাজ্যজুড়ে তাঁদের জাল বিছিয়ে রয়েছে তা দেখে হতবাক ওয়াকিবহাল মহল। তাঁর বিপুল অঙ্কের সম্পত্তি দেখেও চোখ কপালে ওঠার সমান। নিয়োগ দুর্নীতিতে তাঁর সঙ্গেই অন্যান্য প্রভাবশালীদের যোগ ছিল। এমনটাই মনে করছে তদন্তকারী সংস্থা। এর মধ্যেই কুন্তলের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তাঁকে জোর দেওয়া হচ্ছে। যা নিয়েও নতুন করে জলঘোলা শুরু হয়েছে।