Hugo Boumous: জামশেদপুর ম্যাচ নিয়ে ‘বিস্ফোরক’ এই সবুজ-মেরুন তারকা?

চলতি ফুটবল মরশুমে দারুন ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। সকলকে চমকে দিয়ে এবারের আইএসএল জয় করেছে প্রীতম কোটালরা। সেই নেশা এখনো রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে।

Hugo Boumous, the French professional footballer.

চলতি ফুটবল মরশুমে দারুন ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। সকলকে চমকে দিয়ে এবারের আইএসএল জয় করেছে প্রীতম কোটালরা। সেই নেশা এখনো রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। ইতি মধ্যেই সুপার কাপ খেলার জন্য কেরালা গিয়েছে সবুজ-মেরুন। তবে এখানেই শেষ নয়।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার মতো শক্তিশালী দল কে ৫-১ গোলে পরাজিত ও করেছে লিস্টনরা। যা দেখে খুশি সকলেই। উল্লেখ্য, গত ডুরান্ড কাপে এই গোকুলাম কেরালার কাছে হেরে যেতে হয়েছিল এটিকে মোহনবাগান কে। তাই এবার বদলা নিয়েই টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা ছিল হুয়ান ফেরেন্দোর।

   

যেমন পরিকল্পনা তেমন কাজ। এবার প্রতিপক্ষ জামশেদপুর। আগামী ১৪ ই এপ্রিল জামশেদপুর এফসির মুখোমুখি হতে হবে লিস্টন-শুভাশিষদের। তার আগে আজ প্রতিপক্ষের প্রসঙ্গ নিয়ে মিডিয়ার মুখোমুখি হলেন দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হুগো বুমোস। তিনি বলেন, জামশেদপুর ওদের প্রথম ম্যাচেই গোয়া কে বড় ব্যবধানে হারিয়েছে। যারফলে পরবর্তী ম্যাচ যথেষ্ট কঠিন প্রতিপক্ষের সঙ্গে হতে চলেছে তা বলাই যায়। বুমো আরও বলেন, ওদের ম্যাচ দেখেছি। সেটপিস থেকে ওরা গোল তুলেছে। ওইদিক থেকে ওরা যথেষ্ট শক্তিশালী। তাছাড়া দলে একাধিক লম্বা ফুটবলার থাকায় বাড়তি সুবিধা পাচ্ছে গোটা দল।

তবে হিরো আইএসএলের সঙ্গে এই সুপার কাপের যে আকাশ পাতাল তফাৎ তা ভালোই বুঝতে পারছেন এই মরোক্কান তারকা। সেজন্য তিনি বলেন, এই টুর্নামেন্টে একেবারেই আলাদা। এতে নকআউট পদ্ধতি রয়েছে। গ্রুপ থেকে একটা করে দল সেমিতে সুযোগ করে নেবে। তাই ড্র করা মানে তা হারের সমতূল্য। তাই প্রত্যেকটি ম্যাচ জেতার কথা ভাবছি। আমি একা নই, দলের প্রত্যেকেই আসন্ন জামশেদপুর ম্যাচ নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী। গত ম্যাচে লিস্টন দুটো গোল করেছে। তার গোলেই দল এগিয়ে যায়, পরবর্তীতে মনবীর ও কিয়ান ও গোল করে ব্যবধান বাড়ায়। আমরা মোট চারজন গোল পেয়েছি। এটা দলের জন্য যথেষ্ট ভালো দিক।