Sergio Lobera: পাসপোর্টের ফটো কপি দেখে পাঠানো হয়েছে চুক্তিপত্র, সই করবেন না সার্জিও লোবেরা?

আদৌ কি লাল-হলুদে আসবেন লোবেরা (Sergio Lobera)? এখন এই প্রশ্নের উত্তর ই খুঁজে বেরাচ্ছে আপামর ইস্টবেঙ্গল জনতা। চলতি সুপার কাপ শেষ হতেই দল থেকে ছাঁটাই হবেন বর্তমান কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।

Sergio Lobera, Spanish football coach

আদৌ কি লাল-হলুদে আসবেন লোবেরা (Sergio Lobera)? এখন এই প্রশ্নের উত্তর ই খুঁজে বেরাচ্ছে আপামর ইস্টবেঙ্গল জনতা। চলতি সুপার কাপ শেষ হতেই দল থেকে ছাঁটাই হবেন বর্তমান কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। বর্তমানে তা সকলের জানা। কিন্তু তারপর? কে আসবেন লাল-হলুদে, কার হাতে উঠবে কলকাতার এই প্রধানের দায়িত্ব, সেই দিকেই নজর রয়েছে সকলের।

উল্লেখ্য, চলতি মরশুমের হিরো আইএসএলে দলের খারাপ পারফরম্যান্স পর কোচ বদলের কথা শোনা গিয়েছিল ক্লাবের অন্দর থেকে। সেইমতো একটা সময় একাধিক হাইপ্রোফাইল নাম উঠে আসতে শুরু করেছিল কলকাতা ময়দানে। যাদের মধ্যে ছিলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস, কার্লোস কুয়াদ্রাত, জোসেফ গাম্বাউ ও সার্জিও লোবেরা। তবে সকলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। দিন কয়েক আগেই জানা গিয়েছিল মৌখিকভাবে নাকি ইস্টবেঙ্গলে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন লোবেরা। যারফলে অনেকেই নিশ্চিত মনে করেছিলেন তার আসার কথা। এবার তাতে ও দেখা দিয়েছে নয়া বিতর্ক।

আসলে গতকাল থেকেই নেট মাধ্যম থেকে উঠে আসছে এক বিশেষ তথ্য। যেখানে বলা হচ্ছে লাল-হলুদের পাশাপাশি নাকি ওডিশা এফসি ও লড়াইয়ে নেমেছে লোবেরা কে দলে আনার জন্য। তবে এখানেই শেষ নয়, বেশকিছু মাধ্যমের তরফ থেকে ও বলা হচ্ছে যে, ইমামি ইস্টবেঙ্গলের থেকে নাকি অনেকটাই এগিয়ে রয়েছে ওডিশা। এমনকি তার সাথে নাকি কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ওডিশা ম্যানেজমেন্ট। যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। তাহলে কি আসবেন না লোবেরা?

বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই নাকি তার সাথে যোগাযোগ রেখেছে ইমামি ইস্টবেঙ্গলের কর্তারা। এই স্প্যানিশ কোচের দেওয়া মৌখিক সম্মতির পর নাকি তার পাসপোর্টের ফটো কপি দেখে চুক্তি পত্র পাঠানো হয়েছে ক্লাবের তরফে। তবে এখনও চিনের সিচুয়ান ক্লাবের দায়িত্বে থাকায় তাদের এনওসি দেওয়ার অপেক্ষায় রয়েছেন লোবেরা। তারপরেই সই করার কথা আইএসএল জয়ী এই কোচের। তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তার ইচ্ছের উপর। আসলে তার মতো সফল কোচ ভালো সুযোগ পেলে লাল-হলুদ ছেড়ে অনায়াসেই যেতে পারেন অন্য ক্লাবে।