Birbhum: ‘কেষ্ট ক্যারিশ্মা’, ৫ ঘন্টা নজরবন্দির পর উদ্ধার বিজেপি প্রার্থীরা

খেলা হবে, এবার হকি দিয়ে খেলা হবে। বোলপুরে বললেন বীরভূম (Birbhum) জেলা টিএমসি সভাপতি অনুব্রত মণ্ডল (কেষ্ট মল্ডল)। তাঁর মন্তব্যকে কেষ্ট ক্যারিশ্না বলে কটাক্ষ করছে…

খেলা হবে, এবার হকি দিয়ে খেলা হবে। বোলপুরে বললেন বীরভূম (Birbhum) জেলা টিএমসি সভাপতি অনুব্রত মণ্ডল (কেষ্ট মল্ডল)। তাঁর মন্তব্যকে কেষ্ট ক্যারিশ্না বলে কটাক্ষ করছে বিজেপি।

বীরভূমে বিজেপির হাল করুণ। বিধানসভায় প্রাপ্তি নেই। ফলে পুরভোটের মনোনয়ন জমার দিনে সাঁইথিয়া পৌরসভায় বিজেপি শূন্য। এই পৌরসভা দখলে নিল টিএমসি। তিনটি ওয়ার্ডে সিপিআইএমের সঙ্গে লড়াই হবে।

রাজ্যে বিরোধী দল বিজেপির তরফে পুর ভোটে সন্ত্রাসের অভিযোগ তোলা হচ্ছে। বিজেপির রাজ্য কমিটি সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, ভক্তিবাদ থেকে ভয়বাদের জায়গা হয়েছে বীরভূম।

তিনি অভিযোগ করেছেন, বোলপুরে আমাদের প্রার্থীদের মনোনয়ন করতে না গিয়ে আটকে রাখা হয়। ৫ ঘন্টা পর বিজেপি প্রার্থীদের উদ্ধার করে দলের রাজ্য নেতৃত্ব৷ পরে বোলপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন তারা। বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গেলে তাকে সবুজ আবির মাখিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন৷ শেষ দিনে বোলপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়৷ অভিযোগ, মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হয় বিজেপি প্রার্থীদের৷ এমনকি, প্রার্থীদের মারধর করা হয়৷ পরে বোলপুর মহকুমা শাসকের দফতর সংলগ্ন নেতাজি বাজারে একটি দোকান ঘরে বিজেপির জেলা সভাপতি সন্নাসী মণ্ডল সহ প্রার্থীদের আটকে রাখা হয়। বিজেপির রাজ্য নেতৃত্ব জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্ব নেতারা এসে নেতা-প্রার্থীদের উদ্ধার করে৷

বোলপুর পৌরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৩ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “বীরভূম ভক্তিবাদের জায়গা ছিল। এখন ভয়বাদের জায়গা৷ আমাদের প্রার্থীদের আটকে রাখা হয়েছিল৷ কেউ মনোনয়ন জমা দিতে পারেনি৷ এমনকি, প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে৷ সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে।”