Dominos Apologises: পাক হ্যান্ডেলারের হয়ে ভারতের কাছে ক্ষমা চাইল ডমিনোজ ইন্ডিয়া

হুন্ডাই ও কেএফসির পর এবার কাশ্মীর ইস্যুতে ভারতের কাছে ক্ষমা চাইল ডমিনোজ (Dominos)। কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিল এই পিৎজা প্রস্তুতকারী সংস্থা।…

dominos-india-apologises

হুন্ডাই ও কেএফসির পর এবার কাশ্মীর ইস্যুতে ভারতের কাছে ক্ষমা চাইল ডমিনোজ (Dominos)। কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিল এই পিৎজা প্রস্তুতকারী সংস্থা। পাকিস্তানি হ্যান্ডেলারের করা মন্তব্যের প্রেক্ষিতে ডমিনোজ বুধবার ভারতের কাছে ক্ষমা চায়।

উল্লেখ্য, কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার দাবিতে সরব পাকিস্তানের পক্ষেই কথা বলেছিল ডমিনোজ। ডমিনোজের পাকিস্তানি শাখা থেকে বলা হয়েছিল, আমরা কাশ্মীরের পাশেই আছি। কাশ্মীরে শেষ কথা বলবে কাশ্মীরিরাই। ওই পোস্ট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে।ডমিনোজকে ভারতে বয়কটের ডাক দেওয়া হয়। বিতর্ক আরও ছড়িয়ে পড়ার আগেই সতর্ক হয় এই পিৎজা প্রস্তুতকারী সংস্থা। শেষ পর্যন্ত এদিন ভারতের কাছে ক্ষমা চেয়ে নিল তারা।

   

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে আমরা দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করছি। ভারতের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয়তাবোধ সবকিছুকেই আমরা সম্মান করি। ভারতের বাইরে থেকে সোশ্যাল মিডিয়ায় ডমিনোজের পক্ষ থেকে যে পোস্ট করা হয়েছে আমরা তার জন্য অত্যন্ত দুঃখিত। ব্র্যান্ড হিসেবে আমরা ভারতকে সমর্থন করি। এখানেই আমরা থাকতে চাই। এর আগে প্রায় একই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিল কেএফসি, হুন্ডাই ও পিৎজা হাট।