Gurung hunger strike: জিটিএ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বিমলের অনশন শুরু

অবশেষে সমস্ত জল্পনা কাটিয়ে পাহাড়ে হচ্ছে নির্বাচন (GTA election)। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠকের শেষে একথা জানালেন জলপাইগুড়ির ডিভিশনার কমিশনার। আগামী ২৬ জুন হবে নির্বাচন। ফলপ্রকাশ…

Bimal Gurung hunger strike

অবশেষে সমস্ত জল্পনা কাটিয়ে পাহাড়ে হচ্ছে নির্বাচন (GTA election)। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠকের শেষে একথা জানালেন জলপাইগুড়ির ডিভিশনার কমিশনার। আগামী ২৬ জুন হবে নির্বাচন। ফলপ্রকাশ ২৯ জুন। ২৭ মে এবিষয়ে সরকারী বিজ্ঞপ্তি জারি করা হবে। মঙ্গলবার একথা ঘোষণার পরেই অনশনে বসতে চলেছে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং (Bimal Gurung)৷

আগামীকাল সকাল ১১ টা থেকে শুরু হচ্ছে বিমল গুরুংয়ের অনশন কর্মসূচি৷ মঙ্গলবার একথা নিজেই ঘোষণা করেছেন বিমল গুরুং। তাঁর দাবী, ২০১১ সালে চুক্তি অনুয়ায়ী যতদিন না তরাই ডুয়ার্সে ৩৯৬ টি মৌজাকে জিটিএ র অন্তর্ভুক্ত করতে হবে৷ জিটিএকে আরও ক্ষমতা দিতে হবে। তা না হলে অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও এর আগে গোর্খা জনমুক্তি মোর্চার যুব সংগঠনের তরফে এই কর্মসূচি জারি ছিল। এবার সেখানে অংশ নেবেন স্বয়ং গুরুং৷

একই দাবীতে সরব হয়েছে বিজেপি, জিএনএলএফ। এদিন সর্বদলীয় বৈঠকে উপস্থিত হয়নি। বিজেপি এবং শরিক দল। বিজেপি সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন, জিটিএ নির্বাচন হাতে গোনা বাংলার কয়েক জন নেতা ও ঠিকাদারদের টেন্ডার প্রসেস। বিজেপি এবং তাঁর সহযোগী দলগুলি এর মধ্যে নেই। জিটিএ একটি অসাংবিধানিক বোর্ড। এর কাছে কোনও ক্ষমতা নেই । জিটিএ আইন তৈরিতে সক্ষম নয়। আগামী দিনে জিটিএ নির্বাচনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবো। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই হুঙ্কার দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত।

তাঁর কথায়, জিটিএ নির্বাচন আসলে গোর্খাদের বিরুদ্ধে। যারা গোর্খাদের পক্ষে, গোর্খা সংস্কৃতির পক্ষে তাঁরা এই নির্বাচনের বিরোধীতা করবে। মমতা দিদি যদি গোর্খাদের নিয়ে এতকিছু ভাবেন তাহলে তার উচিত শীঘ্রই পঞ্চায়েত নির্বাচন করানো। এর অর্থ হল ২০০ কোটি টাকার বিনিময়ে তরাই ডুয়ার্স এলাকার নেতাদের কিনে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সব মিলিয়ে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। ২০১৭ এর ঘটনার পুনরাবৃত্তি হতে পারে৷ এমনটাই আশঙ্কা করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে কী পদক্ষেপ নেবে সরকার?